সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

মন্দিরে উপাসনা করার ব্যবস্থা খুব ভালোভাবে করা হয়

মন্দিরে উপাসনা করার ব্যবস্থা খুব ভালোভাবে করা হয়

রাজা দায়ূদ লেবীয়দের ও যাজকদের ব্যবস্থা করেছিলেন, যাতে তারা মন্দিরে সেবা করতে পারে (১বংশা ২৩:৬, ২৭, ২৮; ২৪:১, ৩; অন্তর্দৃষ্টি-২ ২৪১, ৬৮৬, ইংরেজি)

সংগীত রচনা করার জন্য দক্ষ বাদক ও ছাত্রদের নিযুক্ত করা হয়েছিল (১বংশা ২৫:১, ৮; প্রহরীদুর্গ ৯৪ ৫/১ ১৬-১৭ অনু. ৮)

লেবীয়দের দারোয়ান হিসেবে নিযুক্ত করা হয়েছিল, কোষাগার দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং অন্যান্য কাজ দেওয়া হয়েছিল (১বংশা ২৬:১৬-২০; অন্তর্দৃষ্টি-১ ৮৯৮, ইংরেজি)

আমরা সবকিছু ভালোভাবে ব্যবস্থা করে উপাসনা করি কারণ যিহোবা এভাবে কাজ করেন।—১করি ১৪:৩৩.

ধ্যানের জন্য: বর্তমানে কীভাবে খ্রিস্টীয় মণ্ডলীতে উপাসনা করার ব্যবস্থা খুব ভালোভাবে করা হয়?