ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
কথাবার্তার নমুনা
স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র বিতরণের অভিযান (মার্চ ১১–এপ্রিল ৪)
“আমরা আপনাকে এক বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে চাই, যেখানে লক্ষ লক্ষ লোক যোগ দেবে। এটা হল যিশুর মৃত্যুবার্ষিকী।” সেই ব্যক্তিকে আমন্ত্রণপত্রের একটা ছাপানো অথবা ইলেকট্রনিক কপি দিন। “আমাদের এলাকায় কখন ও কোথায় এটা অনুষ্ঠিত হবে, তা এই আমন্ত্রণপত্রে দেওয়া রয়েছে। এ ছাড়া, আমরা আপনাকে এর আগের সপ্তাহান্তে একটা বিশেষ বক্তৃতা শোনার জন্যও আমন্ত্রণ জানাচ্ছি।”
কেউ আগ্রহ দেখালে: যিশুর মৃত্যু স্মরণ করুন শিরোনামের ভিডিওটা দেখান [কিংবা মেসেজ বা ই-মেলের মাধ্যমে লিংক পাঠান]।
পরের সাক্ষাতের জন্য: কেন যিশু মারা গিয়েছিলেন?
প্রথম সাক্ষাৎ (মার্চ ১-১০, এপ্রিল ৫-৩০)
প্রশ্ন: আপনি যখন এমন কর্মীদের সম্বন্ধে পড়েন, যারা জরুরি মুহূর্তে নিজেদের জীবন ঝুঁকির মুখে ফেলে অন্যদের সাহায্য করে, তখন আপনার কেমন লাগে?
শাস্ত্রপদ: যোহন ১৫:১৩
পরের সাক্ষাতের জন্য: আপনি (অথবা আপনার প্রিয়জনেরা) কি এমন কারো কাছ থেকে উপকার পেয়েছেন, যিনি সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন?
পুনর্সাক্ষাৎ
প্রশ্ন: আপনি (অথবা আপনার প্রিয়জনেরা) কি এমন কারো কাছ থেকে উপকার পেয়েছেন, যিনি সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন?
শাস্ত্রপদ: মথি ২০:২৮
পরের সাক্ষাতের জন্য: আমি কি আপনাকে বিশেষ এক অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানাতে পারি, যেখানে এমন একজন ব্যক্তির কথা স্মরণ করা হবে, যিনি আমাদের জন্য জীবন দিয়েছেন?