এপ্রিল ২৯–মে ৫
গীতসংহিতা ৩৪–৩৫
গান ১২ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
১. ‘সর্ব্বসময়ে সদাপ্রভুকে ধন্যবাদ’ দিন
(১০ মিনিট)
দায়ূদ সবসময় যিহোবার প্রশংসা করতেন, এমনকী সেইসময়ও, যখন তিনি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন (গীত ৩৪:১; প্রহরীদুর্গ ০৭ ৩/১ ২২ অনু. ১১)
দায়ূদ নিজের বিষয়ে নয় বরং যিহোবার বিষয়ে গর্ব করতেন (গীত ৩৪:২-৪; প্রহরীদুর্গ ০৭ ৩/১ ২২-২৩ অনু. ১৩)
দায়ূদ যখন যিহোবার প্রশংসা করেছিলেন, তখন এটা শুনে তার সঙ্গীরা শক্তিশালী হয়েছিল (গীত ৩৪:৫; প্রহরীদুর্গ ০৭ ৩/১ ২৩-২৪ অনু. ১৫)
দায়ূদ যখন অবীমেলকের কাছ থেকে পালিয়ে প্রান্তরে চলে এসেছিলেন, তখন ৪০০ জন পুরুষ তার সঙ্গে যোগ দিয়েছিল। এরা সেই পুরুষ ছিল, যারা রাজা শৌলের শাসনের সময়ে খুশি ছিল না। (১শমূ ২২:১, ২) দায়ূদ হয়তো এই ব্যক্তিদের কথা মাথায় রেখে এই গীত রচনা করেছিলেন।—গীত ৩৪, শীর্ষলিখন।
নিজেকে জিজ্ঞেস করুন, ‘পরের সভাতে কারো সঙ্গে কথা বলার সময়ে কীভাবে আমি যিহোবার প্রশংসা করতে পারি?’
২. অমূল্য রত্ন
(১০ মিনিট)
-
গীত ৩৫:১৯—দায়ূদের এই অনুরোধের মানে কী যে, তার শত্রুরা যেন একে অন্যকে “ভ্রূকুটি করিতে” না পারে? (প্রহরীদুর্গ ০৬ ৫/১৫ ২০ অনু. ২)
-
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?
৩. বাইবেল পাঠ
(৪ মিনিট) গীত ৩৪:১-২২ (শিক্ষা দেওয়া পাঠ ৫)
৪. কথাবার্তা শুরু করার জন্য
(২ মিনিট) সুযোগ বুঝে প্রচার। সাক্ষ্য দেওয়ার আগেই আপনার কথাবার্তা শেষ হয়ে যায়। (লোকদের ভালোবাসুন পাঠ ১ বিষয় ৪)
৫. পুনর্সাক্ষাৎ করার সময়
(৪ মিনিট) সুযোগ বুঝে প্রচার। (লোকদের ভালোবাসুন পাঠ ২ বিষয় ৪)
৬. নিজের বিশ্বাস সম্বন্ধে বোঝান
(৫ মিনিট) নমুনা। ijwfq ৫৯—মূলভাব: যিহোবার সাক্ষিরা কেন কিছু উদ্যাপন পালন করে না? (শিক্ষা দেওয়া পাঠ ১৭)
গান ৮০
৭. সভায় যিহোবার প্রশংসা করার তিনটে উপায়
(১৫ মিনিট) আলোচনা।
যিহোবার প্রশংসা করার সবচেয়ে চমৎকার সুযোগ আমরা মণ্ডলীর সভাতে পাই। আসুন লক্ষ করি, আমরা কোন তিনটে উপায়ে তাঁর প্রশংসা করতে পারি।
অন্যদের সঙ্গে কথা বলার সময়ে: যিহোবার মঙ্গলভাবের বিষয় কথা বলুন। (গীত ১৪৫:১, ৭) আপনি কি এমন কিছু পড়েছেন কিংবা শুনেছেন, যেটা আপনার খুব ভালো লেগেছে? প্রচার করার সময়ে আপনার কি কোনো ভালো অভিজ্ঞতা হয়েছে? কেউ কি আপনাকে এমন কোনো কথা বলেছে কিংবা আপনার জন্য এমন কিছু করেছে, যেটার মাধ্যমে আপনি অনেক উৎসাহ পেয়েছেন? সৃষ্টির কোনো বিষয় দেখে আপনি কি অবাক হয়ে গিয়েছেন? এগুলো সবই যিহোবার কাছ থেকে পাওয়া উপহার। (যাকোব ১:১৭) তাই, তাঁর বিষয়ে অন্যদের সঙ্গে কথা বলার জন্য আপনি সভাতে কিছুসময় আগে আসার লক্ষ্য রাখতে পারেন।
উত্তর দেওয়ার মাধ্যমে: প্রতিটা সভায় অন্ততপক্ষে একটা উত্তর দেওয়ার চেষ্টা করুন। (গীত ২৬:১২) আপনি প্রশ্নের সরাসরি উত্তর দিতে পারেন কিংবা সেটার সঙ্গে যুক্ত অন্য পয়েন্ট বলতে পারেন। আপনি কোনো শাস্ত্রপদ বা ছবির বিষয়ে মন্তব্য করতে পারেন। আপনি ব্যাখ্যা করতে পারেন, কোনো তথ্য কীভাবে কাজে লাগানো যায়। যে-অনুচ্ছেদে আপনি উত্তর দিতে চান, হয়তো অন্যেরাও সেই অনুচ্ছেদে হাত তুলবে। তাই, একের বেশি উত্তর প্রস্তুত করুন। আপনি যদি আপনার উত্তর ৩০ সেকেন্ড বা এর চেয়ে কমে দেন, তা হলে বেশিরভাগ লোক “ঈশ্বরের কাছে প্রশংসাবলি” উৎসর্গ করার সুযোগ পাবে।—ইব্রীয় ১৩:১৫.
গান গাওয়ার মাধ্যমে: পুরো উদ্যোগের সঙ্গে রাজ্যের গানগুলো গান। (গীত ১৪৭:১) আপনি প্রতিটা সভায় উত্তর দেওয়ার সুযোগ না-ও পেতে পারেন, বিশেষভাবে আপনি যদি কোনো বড়ো মণ্ডলীতে যান। কিন্তু, আপনি প্রতিটা সভায় গান নিশ্চয়ই গাইতে পারেন। আপনার মনে হতে পারে, আপনি ভালো করে গান গাইতে পারেন না, তারপরও আপনি যদি গান গাওয়ার জন্য প্রচেষ্টা করেন, তা হলে যিহোবা তা দেখে খুশি হবেন। (২করি ৮:১২) সভায় গান গাওয়ার জন্য আপনি ঘর থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারেন।
আমাদের প্রগতিশীল সংগঠন—গান-আমাদের জন্য উপহার, পর্ব ১ ভিডিওটা দেখান। এরপর, শ্রোতাদের জিজ্ঞেস করুন:
আধুনিক সময়ে যখন আমাদের সংগঠন গঠিত হয়েছিল, তখন এটা কীভাবে দেখানো হয়েছিল যে, যিহোবার প্রশংসায় গান গাওয়া গুরুত্বপূর্ণ?
৮. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন
(৩০ মিনিট) সাক্ষ্য দেওয়া বই অধ্যায় ৯ অনু. ১-৭, ভূমিকা থেকে বিভাগ ৩ এবং পৃষ্ঠা ৭০ বাক্স