সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

মার্চ ১১-১৭

গীতসংহিতা ১৮

মার্চ ১১-১৭

গান ১৪৮ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. ‘সদাপ্রভু আমার রক্ষাকর্ত্তা’

(১০ মিনিট)

যিহোবা হলেন শৈল, দুর্গ এবং ঢাল (গীত ১৮:১, ২; প্রহরীদুর্গ ০৯ ১০/১ ২০ অনু. ৪-৫)

সমস্যার সময়ে আমরা যখন যিহোবাকে ডাকি, তখন তিনি আমাদের প্রার্থনা শোনেন (গীত ১৮:৬; অন্তর্দৃষ্টি-২, ইংরেজি ১১৬১ অনু. ৭)

যিহোবা আমাদের সাহায্য করেন (গীত ১৮:১৬, ১৭; প্রহরীদুর্গ ২২.০৪ ৩ অনু. ১)

কখনো কখনো যিহোবা হয়তো আমাদের সমস্যা দূর করে দেন, যেমনটা তিনি দায়ূদের ক্ষেত্রে করেছিলেন। কিন্তু, বেশিরভাগ সময়ে তিনি ‘রক্ষার পথ করে দেন’ অর্থাৎ আমাদের ধৈর্য ধরতে সাহায্য করেন।—১করি ১০:১৩.

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

  • গীত ১৮:১০—কেন গীতরচক লিখেছিলেন, যিহোবা একজন করূবের উপর ‘আরোহণ’ করেছেন? (অন্তর্দৃষ্টি-১, ইংরেজি ৪৩২ অনু. ২)

  • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. সদয়ভাবে কথা বলুন—যিশু কী করেছিলেন?

(৭ মিনিট) আলোচনা। ভিডিওটা দেখান এবং লোকদের ভালোবাসুন পাঠ ৩ বিষয় ১-২ নিয়ে আলোচনা করুন।

৫. সদয়ভাবে কথা বলুন—আমরা কীভাবে যিশুকে অনুকরণ করতে পারি?

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ৭৩

৬. স্থানীয় প্রয়োজন

(৫ মিনিট)

৭. মার্চ মাসের জন্য নির্ধারিত সাংগঠনিক সাফল্য

(১০ মিনিট) ভিডিওটা দেখান

৮. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ৬৯ এবং প্রার্থনা