সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

এপ্রিল ১৪-২০

হিতোপদেশ ৯

এপ্রিল ১৪-২০

গান ৫৬ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. বিজ্ঞ ব্যক্তি হোন, উপহাসকারী নয়

(১০ মিনিট)

একজন উপহাসকারী পরামর্শ মানে না বরং যিনি পরামর্শ দেন, তাকে ঘৃণা করে (হিতো ৯:৭, ৮ক; প্রহরীদুর্গ ২২.০২ ৯ অনু. ৪)

একজন বিজ্ঞ ব্যক্তি পরামর্শ মেনে নেন এবং যিনি পরামর্শ দেন, তার প্রতি সম্মান দেখান (হিতো ৯:৮খ, ৯; প্রহরীদুর্গ ২২. ০২ ১২ অনু. ১২-১৪; প্রহরীদুর্গ ০১ ৫/১৫ ৩০ অনু. ১-২)

একজন বিজ্ঞ ব্যক্তি উপকার লাভ করবে কিন্তু একজন উপহাসকারী খারাপ পরিণতি ভোগ করবে (হিতো ৯:১২; প্রহরীদুর্গ ০১ ৫/১৫ ৩০ অনু. ৫)

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. পুনর্সাক্ষাৎ করার সময়

(৪ মিনিট) ঘরে ঘরে প্রচার। গৃহকর্তা স্মরণার্থ সভায় যোগ দিয়েছিলেন। (লোকদের ভালোবাসুন পাঠ ৮ বিষয় ৩)

৫. পুনর্সাক্ষাৎ করার সময়

(৪ মিনিট) জনসাধারণ্যে সাক্ষ্য। সেই ব্যক্তিকে আগের বার আপনি বলেছিলেন যে, তার এলাকায় স্মরণার্থ সভা কোথায় হবে। (লোকদের ভালোবাসুন পাঠ ৭ বিষয় ৪)

৬. পুনর্সাক্ষাৎ করার সময়

(৪ মিনিট) সুযোগ বুঝে প্রচার। আগের বার আপনি আপনার আত্মীয়কে বলেছিলেন যে, তার এলাকায় স্মরণার্থ সভা কোথায় হবে। (লোকদের ভালোবাসুন পাঠ ৮ বিষয় ৪)

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ৮৪

৭. আপনি কি বিশেষ সুযোগগুলো পেয়ে নিজেকে বিশেষ বলে মনে করেন?

(১৫ মিনিট) আলোচনা।

ভিডিওটা দেখান এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন:

  •   কিছু ভাষায় “বিশেষ সুযোগ” শব্দটার অর্থ কী?

  •   যাদের কাছে মণ্ডলীতে বিশেষ সুযোগ রয়েছে, তাদের নিজেদের বিষয়ে কী মনে রাখতে হবে?

  •   অন্যদের সেবা করা, কোনো কর্তৃত্ব পদ পাওয়ার চেয়ে কেন বেশি গুরুত্বপূর্ণ?

৮. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ৪২ এবং প্রার্থনা