এপ্রিল ২১-২৭
হিতোপদেশ ১০
গান ৭৬ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
১. প্রকৃত ধনী হওয়ার জন্য কী গুরুত্বপূর্ণ?
(১০ মিনিট)
অন্যদের শেখানোর জন্য আমরা যে-পরিশ্রম করি, সেটা থেকে আমরা আনন্দ লাভ করি আর আমরা প্রকৃত ধনী হই (হিতো ১০:৪, ৫; প্রহরীদুর্গ ০১ ৭/১৫ ২৫ অনু. ১-৩)
সঠিক কাজ করা ধনসম্পদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ (হিতো ১০:১৫, ১৬; প্রহরীদুর্গ ০১ ৯/১৫ ২৪ অনু. ৩-৪)
যিহোবার আশীর্বাদই আমাদের প্রকৃত ধনী করে তোলে (হিতো ১০:২২; অন্তর্দৃষ্টি-১ ৩৪০, ইংরেজি)
২. অমূল্য রত্ন
(১০ মিনিট)
-
হিতো ১০:২২—যিহোবার সেবকদের উপর বিভিন্ন সমস্যা আসে। তাহলে, কেন এই শাস্ত্রপদে লেখা আছে যে, তিনি আশীর্বাদের “সঙ্গে কোনো যন্ত্রণা দেন না”? (প্রহরীদুর্গ ০৬ ৫/১৫ ৩০ অনু. ১৮)
-
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?
৩. বাইবেল পাঠ
(৪ মিনিট) হিতো ১০:১-১৯ (শিক্ষা দেওয়া পাঠ ১০)
৪. কথাবার্তা শুরু করার জন্য
(৪ মিনিট) ঘরে ঘরে প্রচার। আপনি ঘরে যাকে পেয়েছেন, তিনি বলেন যে, তিনি ঈশ্বরে বিশ্বাস করেন না। (লোকদের ভালোবাসুন পাঠ ৪ বিষয় ৩)
৫. কথাবার্তা শুরু করার জন্য
(৪ মিনিট) সুযোগ বুঝে প্রচার। সেই ব্যক্তিকে বাইবেল অধ্যয়ন করার প্রস্তাব দিন। (লোকদের ভালোবাসুন পাঠ ৪ বিষয় ৪)
৬. পুনর্সাক্ষাৎ করার সময়
(৪ মিনিট) সুযোগ বুঝে প্রচার। সেই ব্যক্তিকে দেখান, তিনি jw.org ওয়েবসাইট থেকে কীভাবে এমন তথ্য খুঁজে পেতে পারেন, যেটার উপর তার আগ্রহ রয়েছে। (লোকদের ভালোবাসুন পাঠ ৯ বিষয় ৪)
গান ১১১
৭. কোন কোন আশীর্বাদ যিহোবার সেবকদের ধনী করে তোলে?
(৭ মিনিট) আলোচনা।
এই শেষকালে যিহোবা তাঁর সেবকদের অনেক আশীর্বাদ করছেন। এই আশীর্বাদগুলোর মাধ্যমে আমরা সমস্যার মধ্যেও আনন্দে থাকি আর এগুলো আমাদের প্রকৃত অর্থে ধনী করে তোলে। (গীত ৪:৩; হিতো ১০:২২) নীচে দেওয়া শাস্ত্রপদগুলো পড়ুন। এরপর, শ্রোতাদের জিজ্ঞেস করুন যে, এখানে বলা আশীর্বাদগুলো কীভাবে আমাদের ধনী করে তোলে।
-
যিশা ৬৫:১৩
-
-
আরও বেশি সেবা করার সুযোগ খোঁজার মাধ্যমে যিহোবার অনেক সেবক আরও বেশি আনন্দে রয়েছে।
তরুণ-তরুণীরা—শান্তির পথে চলা বেছে নাও! শিরোনামের ভিডিওটা দেখান। এরপর, শ্রোতাদের এই প্রশ্ন জিজ্ঞেস করুন:
-
হার্লি, অঞ্জিল এবং কার্লির অভিজ্ঞতা থেকে আপনি কী শিখেছেন?
৮. ২০২৫ সালের স্থানীয় নকশা/নির্মাণ কাজের আপডেট
(৮ মিনিট) বক্তৃতা। ভিডিওটা দেখান।
৯. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন
(৩০ মিনিট) সাক্ষ্য দেওয়া অধ্যায় ২৫ অনু. ৮-১৩, ২০১ পৃষ্ঠার বাক্স