এপ্রিল ৭-১৩
হিতোপদেশ ৮
গান ৮৯ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
১. যিশুর কথা শুনুন, প্রজ্ঞা লাভ করুন
(১০ মিনিট)
যিশু, যিহোবার প্রজ্ঞার সবচেয়ে উত্তম উদাহরণ। যিহোবা তাঁর মাধ্যমে ‘সৃষ্টির শুরু’ করেছিলেন (হিতো ৮:১, ৪, ২২; আমার পশ্চাদ্গামী হও ১৩১ অনু. ৭, ইংরেজি)
যিহোবা এবং যিশু যুগ যুগ ধরে একসঙ্গে সৃষ্টি করেছিলেন। সেই সময় যিশুর প্রজ্ঞা এবং তাঁর পিতার প্রতি ভালোবাসা বেড়ে গিয়েছিল (হিতো ৮:৩০, ৩১; প্রহরীদুর্গ ০০ ২/১৫ ১১ অনু. ৬)
যিশুর কথা শুনলে আমরা প্রজ্ঞা লাভ করব এবং উপকার পাব (হিতো ৮:৩২, ৩৫; প্রহরীদুর্গ ০৯ ৪/১৫ ৩১ অনু. ১৪)
২. অমূল্য রত্ন
(১০ মিনিট)
হিতো ৮:৩১—কীভাবে প্রজ্ঞা “জোরে জোরে ডাকছে”? (সচেতন থাক! ৭/১৪ ১৬)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?
৩. বাইবেল পাঠ
(৪ মিনিট) হিতো ৮:২২-৩৬ (শিক্ষা দেওয়া পাঠ ১০)
৪. পুনর্সাক্ষাৎ করার সময়
(৪ মিনিট) সুযোগ বুঝে প্রচার। সেই ব্যক্তি স্মরণার্থ সভায় যোগ দিতে চান এবং জিজ্ঞেস করেন, সেখানে কী কী হবে। (লোকদের ভালোবাসুন পাঠ ৯ বিষয় ৩)
৫. কথাবার্তা শুরু করার জন্য
(৩ মিনিট) সুযোগ বুঝে প্রচার। স্মরণার্থ সভায় বক্তৃতা শেষ হওয়ার পরে এমন একজন ব্যক্তির সঙ্গে কথা বলুন, যিনি তার দরজার সামনে একটা আমন্ত্রণপত্র পেয়েছিলেন আর তাকে সাহায্য করুন। (লোকদের ভালোবাসুন পাঠ ৩ বিষয় ৫)
৬. নিজের বিশ্বাস সম্বন্ধে বলুন
(৫ মিনিট) বক্তৃতা। বাইবেলের প্রশ্নের উত্তর ১৬০—মূলভাব: কেন যিশুকে ঈশ্বরের পুত্র বলা হয়? (শিক্ষা দেওয়া পাঠ ১)
গান ১০৫
৭. স্থানীয় প্রয়োজন
(১৫ মিনিট)
৮. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন
(৩০ মিনিট) সাক্ষ্য দেওয়া অধ্যায় ২৫ অনু. ১-৪, ১৯৯ পৃষ্ঠার বাক্স