মার্চ ১০-১৬
হিতোপদেশ ৪
গান ৩৬ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
১. “তোমার হৃদয়কে রক্ষা করো”
(১০ মিনিট)
‘হৃদয়ের’ অর্থ হল আমাদের ভিতরের ব্যক্তিত্ব (গীত ৫১:৬; প্রহরীদুর্গ ১৯.০১ ১৫ অনু. ৪)
এটাকে রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ (হিতো ৪:২৩ক; প্রহরীদুর্গ ১৯.০১ ১৭ অনু. ১০-১১; ১৮ অনু. ১৪; ছবি দেখুন)
আমাদের বর্তমান ও ভবিষ্যৎ এই বিষয়ের উপর নির্ভর করে যে, আমাদের হৃদয় আসলে কেমন (হিতো ৪:২৩খ; প্রহরীদুর্গ ১২ ৫/১ ৩২ অনু. ২, ইংরেজি)
২. অমূল্য রত্ন
(১০ মিনিট)
হিতো ৪:১৮—কীভাবে এই শাস্ত্রপদ থেকে বোঝা যায়, একজন খ্রিস্টান যিহোবার আরও নিকটবর্তী হতে পারে? (প্রহরীদুর্গ ২১.০৮ ৮ অনু. ৪)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?
৩. বাইবেল পাঠ
(৪ মিনিট) হিতো ৪:১-১৮ (শিক্ষা দেওয়া পাঠ ১২)
৪. কথাবার্তা শুরু করার জন্য
(৩ মিনিট) ঘরে ঘরে প্রচার। আপনি একজন ব্যক্তিকে স্মরণার্থ সভায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণপত্র দিয়েছেন এবং তিনি সেই বিষয়ে আরও জানতে চান। (লোকদের ভালোবাসুন পাঠ ১ বিষয় ৫)
৫. কথাবার্তা শুরু করার জন্য
(৪ মিনিট) সুযোগ বুঝে প্রচার। আপনার পরিচিত কোনো ব্যক্তিকে স্মরণার্থ সভায় আসার জন্য আমন্ত্রণ জানান। (লোকদের ভালোবাসুন পাঠ ২ বিষয় ৩)
৬. নিজের বিশ্বাস সম্বন্ধে বলুন
(৫ মিনিট) নমুনা। যিহোবার সাক্ষিদের সম্বন্ধে প্রায়ই জিজ্ঞাস্য প্রশ্ন ১৯—মূলভাব: কেন যিহোবার সাক্ষিরা ইস্টার পালন করে না? (লোকদের ভালোবাসুন পাঠ ৩ বিষয় ৪)
গান ১৬
৭. মার্চ মাসের জন্য নির্ধারিত সাংগঠনিক সাফল্য
(১০ মিনিট) ভিডিওটা দেখান।
৮. স্মরণার্থ সভার অভিযান শনিবার, ১৫ মার্চ শুরু হবে
(৫ মিনিট) পরিচর্যা অধ্যক্ষ বক্তৃতা দেবেন। স্মরণার্থ সভার অভিযান, বিশেষ বক্তৃতা এবং স্মরণার্থ সভার জন্য যে-ব্যবস্থা করা হয়েছে, তা সংক্ষেপে বলুন। প্রত্যেককে উৎসাহিত করুন যে, তারা যেন মার্চ এবং এপ্রিল মাসে প্রচার কাজে বেশি করে অংশ নেয়।