সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

মার্চ ২৪-৩০

হিতোপদেশ ৬

মার্চ ২৪-৩০

গান ১১ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. আমরা পিঁপড়ের কাছ থেকে কী শিখতে পারি?

(১০ মিনিট)

আমরা পিঁপড়েদের দেখে অনেক কিছু শিখতে পারি (হিতো ৬:৬)

পিঁপড়েদের কোনো শাসক নেই। এরা নিজে নিজেই অনেক পরিশ্রম করে, একে অন্যকে সাহায্য করে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেয় (হিতো ৬:৭, ৮; অন্তর্দৃষ্টি-১ ১১৫ অনু. ১-২, ইংরেজি)

আমরা যখন পিঁপড়েদের মতো হব, তখন আমরা অনেক উপকার পাব (হিতো ৬:৯-১১; প্রহরীদুর্গ ০০ ৯/১৫ ২৬ অনু. ৩-৪)

© Aerial Media Pro/Shutterstock

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

  • হিতো ৬:১৬-১৯—এই শাস্ত্রপদে যে-বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, যিহোবা কি কেবল সেই বিষয়গুলোই ঘৃণা করেন? (প্রহরীদুর্গ ০০ ৯/১৫ ২৭ অনু. ৩)

  • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. কথাবার্তা শুরু করার জন্য

(৪ মিনিট) ঘরে ঘরে প্রচার। একজন নিষ্ক্রিয় আত্মীয়কে বিশেষ বক্তৃতা এবং স্মরণার্থ সভায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। (লোকদের ভালোবাসুন পাঠ ৪ বিষয় ৩)

৫. কথাবার্তা শুরু করার জন্য

(৪ মিনিট) সুযোগ বুঝে প্রচার। স্মরণার্থ সভায় যোগ দেওয়ার জন্য আপনার বসের কাছে ছুটির আবেদন করুন। (লোকদের ভালোবাসুন পাঠ ৩ বিষয় ৩)

৬. কথাবার্তা শুরু করার জন্য

(৪ মিনিট) সুযোগ বুঝে প্রচার। একজন ব্যক্তিকে বিশেষ বক্তৃতা এবং স্মরণার্থ সভায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। (লোকদের ভালোবাসুন পাঠ ৫ বিষয় ৩)

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ২

৭. সৃষ্টি প্রমাণ দেয়, যিহোবা চান আমরা যেন আনন্দ করি—আকর্ষণীয় পশুপাখি

(৫ মিনিট) আলোচনা।

ভিডিওটা দেখান এরপর, শ্রোতাদের এই প্রশ্ন জিজ্ঞেস করুন:

  •  পশুপাখিদের দেখে আমরা যিহোবা সম্বন্ধে কী জানতে পারি?

৮. স্থানীয় প্রয়োজন

(১০ মিনিট)

৯. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ১২৬ এবং প্রার্থনা