মার্চ ৩১-এপ্রিল ৬
হিতোপদেশ ৭
গান ৩৪ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
১. প্রলোভিত হওয়ার মতো পরিস্থিতি এড়িয়ে চলুন
(১০ মিনিট)
একজন যুবক জেনে-বুঝে এমন এলাকায় যায়, যেখানে বেশ্যারা রয়েছে (হিতো ৭:৭-৯; প্রহরীদুর্গ ০০ ১১/১৫ ২৯ অনু. ৫)
একজন বেশ্যা তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য প্রলোভিত করে (হিতো ৭:১০, ১৩-২১; প্রহরীদুর্গ ০০ ১১/১৫ ৩০ অনু. ৪-৬)
নিজেকে এইরকম পরিস্থিতিতে ফেলার কারণে তাকে চরম পরিণতি ভোগ করতে হয় (হিতো ৭:২২, ২৩; প্রহরীদুর্গ ০০ ১১/১৫ ৩১ অনু. ২)
২. অমূল্য রত্ন
(১০ মিনিট)
হিতো ৭:৩—আমরা কীভাবে ঈশ্বরের আজ্ঞাগুলো আঙুলে বেঁধে রাখতে পারি এবং হৃদয়ের ফলকে লিখে রাখতে পারি? (প্রহরীদুর্গ ০০ ১১/১৫ ২৯ অনু. ১)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?
৩. বাইবেল পাঠ
(৪ মিনিট) হিতো ৭:৬-২০ (শিক্ষা দেওয়া পাঠ ২)
৪. পুনর্সাক্ষাৎ করার সময়
(৪ মিনিট) ঘরে ঘরে প্রচার। আগের বার আপনি গৃহকর্তাকে স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র দিয়েছিলেন এবং তিনি এই বিষয়ে আরও জানতে চেয়েছিলেন। (লোকদের ভালোবাসুন পাঠ ৯ বিষয় ৫)
৫. পুনর্সাক্ষাৎ করার সময়
(৪ মিনিট) সুযোগ বুঝে প্রচার। আগের বার আপনি গৃহকর্তাকে স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র দিয়েছিলেন এবং তিনি এই বিষয়ে আরও জানতে চেয়েছিলেন। (লোকদের ভালোবাসুন পাঠ ৯ বিষয় ৪)
৬. পুনর্সাক্ষাৎ করার সময়
(৪ মিনিট) জনসাধারণ্যে সাক্ষ্য। আগের বার আপনি গৃহকর্তাকে স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র দিয়েছিলেন এবং তিনি এই বিষয়ে আরও জানতে চেয়েছিলেন। (লোকদের ভালোবাসুন পাঠ ৯ বিষয় ৩)
গান ১৩
৭. আরেকটা সুযোগের অপেক্ষায় রইল (লূক ৪:৬)
(১৫ মিনিট) আলোচনা।
ভিডিওটা দেখান। এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন:
যিশুকে কীভাবে প্রলোভিত করা হয়েছিল? আমাদেরও কীভাবে প্রলোভিত করা হতে পারে?
আমাদের যখন প্রলোভিত করা হয়, তখন আমরা সেই পরিস্থিতির সঙ্গে কীভাবে মোকাবিলা করতে পারি?
৮. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন
(৩০ মিনিট) সাক্ষ্য দেওয়া অধ্যায় ২৪ অনু. ১৩-২১