মার্চ ৩-৯
হিতোপদেশ ৩
গান ৮ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
১. দেখান যে, যিহোবার উপর আপনার আস্থা রয়েছে
(১০ মিনিট)
নিজের উপর নয় বরং যিহোবার উপর আস্থা রাখুন (হিতো ৩:৫; প্রহরীদুর্গ ১৮.১১ ১৪ অনু. ৫-৬)
যিহোবার কাছ থেকে নির্দেশনা চান আর সেই অনুযায়ী পদক্ষেপ নিন (হিতো ৩:৬; প্রহরীদুর্গ ১৯.১১ ১৪-১৫ অনু. ৪)
অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া এড়িয়ে চলুন (হিতো ৩:৭; প্রহরীদুর্গ ২৩.৯ ৪ অনু. ১০)
নিজেকে জিজ্ঞেস করুন, ‘আমি কি প্রতিটা ক্ষেত্রে যিহোবার কাছ থেকে নির্দেশনা চাই?’
২. অমূল্য রত্ন
(১০ মিনিট)
-
হিতো ৩:৩—কীভাবে আমরা অটল প্রেম এবং সত্যকে আমাদের গলায় বেঁধে রাখতে এবং হৃদয়ের ফলকে লিখে রাখতে পারি? (প্রহরীদুর্গ ০৬ ৯/১৫ ১৭ অনু. ৭)
-
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?
৩. বাইবেল পাঠ
(৪ মিনিট) হিতো ৩:১-১৮ (শিক্ষা দেওয়া পাঠ ১২)
৪. কথাবার্তা শুরু করার জন্য
(৩ মিনিট) ঘরে ঘরে প্রচার। যদি কেউ বলে, “আমি ব্যস্ত,” “আমার নিজের ধর্ম রয়েছে,” “আমি এখন কাজে যাচ্ছি” অথবা এই ধরনের কোনো কথা বলে, তখন আপনি কী বলতে পারেন, তা দেখান। (লোকদের ভালোবাসুন পাঠ ১ বিষয় ৫)
৫. কথাবার্তা শুরু করার জন্য
(৪ মিনিট) জনসাধারণ্যে সাক্ষ্য। একজন ব্যক্তিকে jw.org ওয়েবসাইটের বিষয়ে বলুন এবং তাকে একটা কনট্যাক্ট কার্ড দিন। (লোকদের ভালোবাসুন পাঠ ৩ বিষয় ৩)
৬. বক্তৃতা
(৫ মিনিট) প্রহরীদুর্গ ১১ ৩/১৫ ১৪ অনু. ৭-১০—মূলভাব: প্রচারে যখন লোকেরা আপনার কথা শোনে না, তখন যিহোবার উপর আস্থা রাখুন। (শিক্ষা দেওয়া পাঠ ২০)
গান ১২৪
৭. দেখান যে, যিহোবার সংগঠনের উপর আপনার আস্থা রয়েছে
(১৫ মিনিট) আলোচনা।
যখনই বাইবেল থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়, তখন সেটার উপর আস্থা রাখা হয়তো আমাদের পক্ষে সহজ বলে মনে হয়। কিন্তু, আমরা যখন সংগঠনের কাছ থেকে কোনো নির্দেশনা পাই আর সেটা কোনো অসিদ্ধ ভাই দেন, তখন সেটার উপর নির্ভর করা আমাদের পক্ষে কঠিন বলে মনে হতে পারে। আর বিশেষ করে, এটা সেইসময়ও কঠিন বলে মনে হতে পারে, যখন সেই নির্দেশনা আমরা বুঝতে পারি না বা আমাদের তা সঠিক বলে মনে হয় না।
মালাখি ২:৭ পদ পড়ুন। এরপর, শ্রোতাদের এই প্রশ্ন জিজ্ঞেস করুন:
-
কেন আমাদের এই বিষয়ে অবাক হওয়া উচিত নয় যে, যিহোবা অসিদ্ধ ব্যক্তিদের মাধ্যমে নির্দেশনা দিচ্ছেন?
মথি ২৪:৪৫ পদ পড়ুন। এরপর, শ্রোতাদের এই প্রশ্ন জিজ্ঞেস করুন:
-
কেন আমরা যিহোবার সংগঠনের কাছ থেকে পাওয়া নির্দেশনার উপর আস্থা রাখতে পারি?
ইব্রীয় ১৩:১৭ পদ পড়ুন। এরপর, শ্রোতাদের এই প্রশ্ন জিজ্ঞেস করুন:
-
কেন আমাদের নেতৃত্ব নেন এমন ভাইদের সমর্থন করা উচিত, যাদের উপর যিহোবার আস্থা রয়েছে?
২০২১ সালের পরিচালকগোষ্ঠীর আপডেট #৯—অংশ-বিশেষ শিরোনামের ভিডিওটা দেখান। এরপর, শ্রোতাদের এই প্রশ্ন জিজ্ঞেস করুন:
-
কোভিড-১৯ অতিমারি চলাকালীন আমাদের যে-নির্দেশনা দেওয়া হয়েছিল, তা থেকে কীভাবে সংগঠনের উপর আপনার আস্থা বেড়েছে?
৮. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন
(৩০ মিনিট) সাক্ষ্য দেওয়া অধ্যায় ২৩ অনু. ৯-১৫, ১৮৪, ১৮৬ পৃষ্ঠার বাক্স