আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা--সভার জন্য অধ্যয়ন পুস্তিকা মার্চ ২০১৬
নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
T-36 ট্র্যাক্ট এবং ২০১৬ সালের স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র অর্পণ করার ধারণা। নিজের উপস্থাপনা নিজে তৈরি করার উদাহরণ ব্যবহার করুন।
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
ইষ্টের যিহোবার এবং তাঁর লোকেদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেন
ইষ্টের সাহসের সঙ্গে নিজের জীবন ঝুঁকির মুখে ফেলেন এবং যিহুদিদের সম্পূর্ণ ধ্বংস থেকে রক্ষা করার জন্য মর্দখয়কে একটা আইন জারি করতে সাহায্য করেন। (ইষ্টের ৬-১০)
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো—নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করে
ট্র্যাক্টের জন্য ব্যক্তিগত উপস্থাপনা তৈরি করতে ধারণাগুলো ব্যবহার করুন।
খ্রিস্টীয় জীবনযাপন
আমাদের অতিথিদের স্বাগত জানান
কীভাবে আমরা স্মরণার্থ সভায় অতিথিদের এবং নিষ্ক্রিয় ব্যক্তিদের স্বচ্ছন্দবোধ করার জন্য সাহায্য করতে পারি?
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
ইয়োব পরীক্ষার মধ্যেও বিশ্বস্ততা বজায় রাখেন
ইয়োব দেখিয়েছিলেন, যিহোবা তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। (ইয়োব ১-৫)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
বিশ্বস্ত ইয়োব তার মনের কষ্ট প্রকাশ করেন
চরম শোক এবং নিরুৎসাহিতা ইয়োবের দৃষ্টিভঙ্গির উপর প্রভাব ফেলেছিল কিন্তু তিনি সবসময় যিহোবা ঈশ্বরের প্রতি তার প্রেম বজায় রেখেছিলেন। (ইয়োব ৬-১০)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
পুনরুত্থানের উপর ইয়োবের আস্থা ছিল
তিনি জানতেন যে, ঈশ্বর তার জীবন ফিরিয়ে দিতে পারেন, যেমনটা একটা জিত বৃক্ষের শুষ্ক গুঁড়ি এর শিকড় থেকে পল্লবিত হয়। (ইয়োব ১১-১৫)
খ্রিস্টীয় জীবনযাপন
পুনরুত্থান —মুক্তির মূল্যের দ্বারা সম্ভবপর হয়েছে
যিহোবার মুক্তির মূল্যের দানের মাধ্যমে ভবিষ্যতের পুনরুত্থান সম্ভবপর হয়েছে। মৃত প্রিয়জনদের জন্য শোক করার পরিবর্তে, আমরা তাদের অভ্যর্থনা জানাব।