সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

মার্চ ১৪-২০

ইয়োব ১-৫

মার্চ ১৪-২০
  • গান ১১ এবং প্রার্থনা

  • সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

  • প্রথম সাক্ষাৎ: ঈশ্বরের রাজ্য কী? (প্রথম উপস্থাপনা)—পুনর্সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন। (২ মিনিট বা এর চেয়ে কম)

  • পুনর্সাক্ষাৎ: ঈশ্বরের রাজ্য কী? (প্রথম উপস্থাপনা)—পরের সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন। (৪ মিনিট বা এর চেয়ে কম)

  • বাইবেল অধ্যয়ন: সুসমাচার পাঠ ২ অনু. ২-৩ (৬ মিনিট বা এর চেয়ে কম)

খ্রিস্টীয় জীবনযাপন

  • গান ৪১

  • সঙ্গীসাথিদের চাপ থেকে নিজেকে রক্ষা করো!: (১৫ মিনিট) আলোচনা। jw.org ওয়েবসাইট থেকে সঙ্গীসাথিদের চাপ থেকে নিজেকে রক্ষা করো! শিরোনামের ভিডিওটা দেখান। (BIBLE TEACHINGS > TEENAGERS দেখুন।) এরপর, এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন: স্কুলে ছেলে-মেয়েরা কোন ধরনের চাপের মুখোমুখি হয়? কীভাবে তারা যাত্রাপুস্তক ২৩:২ পদের নীতি কাজে লাগাতে পারে? কোন চারটে পদক্ষেপ তাদেরকে সঙ্গীসাথিদের চাপ থেকে নিজেদের রক্ষা করার এবং বিশ্বস্ততা বজায় রাখার জন্য শক্তি দেবে? অল্পবয়সিদেরকে তাদের ইতিবাচক অভিজ্ঞতা বলার জন্য আমন্ত্রণ জানান।

  • মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: ঈশ্বরের প্রেম’ অধ্যায় ১২ অনু. ১-৮ (৩০ মিনিট)

  • সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)

  • গান ১৪() এবং প্রার্থনা