ইয়োব পরীক্ষার মধ্যেও বিশ্বস্ততা বজায় রাখেন
ইস্রায়েলীয়রা যখন মিশরের দাসত্বে ছিল, তখন ইয়োব ঊষ দেশে বাস করতেন। যদিও ইয়োব ইস্রায়েলীয় ছিলেন না, কিন্তু তিনি যিহোবার একজন অনুগত উপাসক ছিলেন। তার এক বড়ো পরিবার ও প্রচুর ধনসম্পদ ছিল এবং তিনি একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তিনি খুবই সম্মাননীয় একজন পরামর্শদাতা ও নিরপেক্ষ বিচারকর্তা ছিলেন। দরিদ্র ও অভাবীদের প্রতি তিনি উদার ছিলেন। ইয়োব একজন বিশ্বস্ত ব্যক্তি ছিলেন।
ইয়োব স্পষ্টভাবে দেখিয়েছিলেন, যিহোবা তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি
-
শয়তান ইয়োবের বিশ্বস্ততা লক্ষ করেছিল। সে যিহোবার প্রতি ইয়োবের বাধ্যতার বিষয়টা অস্বীকার করেনি; তবে সে ইয়োবের মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছিল
-
শয়তান দাবি করেছিল, ইয়োব স্বার্থপর আকাঙ্ক্ষার জন্য যিহোবার সেবা করেন
-
শয়তানের অভিযোগের উত্তর হিসেবে যিহোবা সেই বিশ্বস্ত ব্যক্তির উপর শয়তানকে আক্রমণ আনার অনুমতি দিয়েছিলেন। শয়তান ইয়োবের সমস্ত বিষয়ের উপর দুর্দশা নিয়ে এসেছিল
-
ইয়োব যখন তার বিশ্বস্ততা বজায় রেখেছিলেন, তখন শয়তান সমস্ত মানুষের বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন তুলেছিল
-
ইয়োব পাপ করেননি অথবা খারাপ কোনো কিছুর জন্য ঈশ্বরকে দোষারোপ করেননি