সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | ইয়োব ১১-১৫

পুনরুত্থানের উপর ইয়োবের আস্থা ছিল

পুনরুত্থানের উপর ইয়োবের আস্থা ছিল

ইয়োবকে পুনরুত্থিত করার ক্ষমতা যে ঈশ্বরের রয়েছে, সেই বিষয়ে তিনি বিশ্বাস প্রকাশ করেছিলেন

১৪:৭-৯, ১৩-১৫

  • তাকে পুনরুত্থিত করার ক্ষমতা যে ঈশ্বরের আছে, সেই বিষয়ে নিজের আস্থা প্রকাশ করার জন্য ইয়োব একটা বৃক্ষের—সম্ভবত একটা জিত বৃক্ষের—দৃষ্টান্ত ব্যবহার করেছিলেন

  • সাধারণত জিত বৃক্ষের শিকড় বহুদূর পর্যন্ত প্রসারিত থাকে। এমনকী বৃক্ষের কাণ্ড নষ্ট হয়ে যাওয়ার পরও এই শিকড় জিত বৃক্ষকে পুনরুজ্জীবিত করে তুলতে পারে। যতক্ষণ পর্যন্ত শিকড় বেঁচে থাকে, এই বৃক্ষ আবার পল্লবিত হয়

  • প্রচণ্ড খরার পর যখন বৃষ্টি শুরু হয়, তখন একটা জিত বৃক্ষের শুষ্ক গুঁড়ি এর শিকড় থেকে পল্লবিত হয়ে জীবন ফিরে পেতে, “নবরোপিত বৃক্ষের ন্যায় শাখাবিশিষ্ট” হতে পারে