সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

পুনরুত্থান—মুক্তির মূল্যের দ্বারা সম্ভবপর হয়েছে

পুনরুত্থান—মুক্তির মূল্যের দ্বারা সম্ভবপর হয়েছে

স্মরণার্থ সভার মাধ্যমে আমাদের সেই ভাবী আশীর্বাদগুলো নিয়ে চিন্তা করার সুযোগ রয়েছে, যেগুলো মুক্তির মূল্যের মাধ্যমে সম্ভব হয়েছে। এর মধ্যে একটা আশীর্বাদ হল, পুনরুত্থানের আশা। যিহোবার উদ্দেশ্য কখনো এই ছিল না যে, মানুষ মারা যাবে। তাই, আমাদের সবচেয়ে কষ্টকর অনুভূতির মধ্যে একটা হল, মৃত্যুতে প্রিয়জনকে হারানোর শোক। (১করি ১৫:২৬) লাসার মারা যাওয়ার পর শিষ্যরা যখন শোক করেছিলেন, তখন তা দেখে যিশু কষ্ট পেয়েছিলেন। (যোহন ১১:৩৩-৩৫) যেহেতু যিশু তাঁর পিতার এক নিখুঁত প্রতিফলন, তাই আমরা নিশ্চিত থাকতে পারি, আমাদের প্রিয়জনদের মৃত্যুতে যখন আমরা কষ্ট পাই, তখন তা দেখে যিহোবাও কষ্ট পান। (যোহন ১৪:৭) যিহোবা তাঁর দাসদের পুনরুত্থিত করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন আর আমাদেরও তা-ই করা উচিত।—ইয়োব ১৪:১৪, ১৫.

যিহোবা যেহেতু শৃঙ্খলার ঈশ্বর, তাই এটা বিশ্বাস করা যুক্তিযুক্ত যে, পুনরুত্থানের বিষয়টাও সুশৃঙ্খলভাবে হবে। (১করি ১৪:৩৩, ৪০) অন্ত্যেষ্টিক্রিয়ার পরিবর্তে, পুনরুত্থিত ব্যক্তিদের অভ্যর্থনা জানানো হবে। আপনি কি পুনরুত্থান নিয়ে ধ্যান করেন, বিশেষভাবে সেই সময় যখন আপনি শোকার্ত থাকেন? (২করি ৪:১৭, ১৮) মুক্তির মূল্য জোগানোর জন্য ও সেইসঙ্গে মৃত ব্যক্তিরা যে আবার জীবিত হবে, তা শাস্ত্রে প্রকাশ করার জন্য আপনি কি যিহোবাকে ধন্যবাদ দেন?—কল ৩:১৫.

  • আপনি বিশেষভাবে আপনার কোন কোন বন্ধুকে এবং আত্মীয়কে আবার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন?

  • বিশেষভাবে বাইবেলের কোন কোন ব্যক্তির সঙ্গে আপনি দেখা করতে এবং কথা বলতে চান?