ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো—নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করে
যে-কারণে এটা গুরুত্বপূর্ণ: সভার জন্য অধ্যয়ন পুস্তিকায় নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনার মধ্যে যে-ধারণাগুলো তুলে ধরা হয়েছে, সেগুলো যদিও উপকারী, কিন্তু এগুলো হচ্ছে কেবল এক নমুনা। আপনি নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করতে পারেন। আপনি হয়তো অন্য কোনো উপস্থাপনা বেছে নিতে পারেন অথবা এমন বিষয়বস্তু তুলে ধরতে পারেন, যেটার প্রতি আপনার এলাকার লোকেরা আরও বেশি আগ্রহ দেখাবে। আপনি যদি এই পদ্ধতি বেছে নেন, তা হলে প্রথমে ভালোভাবে ট্র্যাক্ট পড়ুন, নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনাগুলো বিবেচনা করুন এবং ভিডিওতে তুলে ধরা নমুনাগুলো দেখুন। এরপর, আপনি চাইলে নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করার জন্য নীচে দেওয়া পরামর্শগুলো কাজে লাগাতে পারেন। মনে রাখবেন, একটা শাস্ত্রপদ পড়ার অথবা সাহিত্য অর্পণ করার আগে নির্ধারণ করতে হবে যে, গৃহকর্তার আগ্রহ রয়েছে কি না।—রাজ্যের পরিচর্যা ২/০৮ ১০.
যেভাবে এটা করা যায়:
নিজেকে জিজ্ঞেস করুন, ‘আমি কি নমুনা হিসেবে দেওয়া কোনো উপস্থাপনা ব্যবহার করতে চাই?’
হ্যাঁ
-
শুরুতে আপনি কী বলবেন, তা প্রস্তুত করুন। স্থানীয় রীতি অনুযায়ী সম্ভাষণ জানানোর পর সংক্ষেপে বলুন যে, আপনি কেন এসেছেন। (উদাহরণ স্বরূপ: “আমি আজকে এসেছি কারণ . . . ”)
-
কীভাবে আপনি প্রথমে একটা প্রশ্ন জিজ্ঞেস করবেন, এরপর শাস্ত্রপদ পড়বেন এবং তারপর পত্রিকা অর্পণ করবেন, তা বিবেচনা করুন। (উদাহরণ স্বরূপ: একটা শাস্ত্রপদ দেখানোর আগে আপনি হয়তো বলতে পারেন, “এই প্রশ্নের এক সন্তোষজনক উত্তর আপনি এখানে পেতে পারেন।”)
না
-
ট্র্যাক্ট থেকে এমন একটা বিষয় বেছে নিন, যেটা আপনার কাছে ও সেইসঙ্গে আপনার এলাকার লোকেদের কাছে আগ্রহজনক
-
এমন একটা দৃষ্টিভঙ্গিমূলক প্রশ্ন বেছে নিন, যেটা গৃহকর্তাকে চিন্তা করতে পরিচালিত করবে ও সেইসঙ্গে আলোচনা চালিয়ে যেতে সাহায্য করবে। তবে, এমন প্রশ্ন জিজ্ঞেস করবেন না, যেটার উত্তর দেওয়া তার জন্য কঠিন। (উদাহরণ স্বরূপ: ট্র্যাক্টের শিরোনামগুলোতে দেওয়া প্রশ্নগুলো জিজ্ঞেস করুন।)
-
পড়ার জন্য একটা শাস্ত্রপদ বেছে নিন।
-
ট্র্যাক্ট পড়ে গৃহকর্তা কীভাবে উপকৃত হতে পারেন, তা ব্যাখ্যা করার জন্য একটা বা দুটো বাক্য তৈরি করুন
উভয় ক্ষেত্রেই
-
একটা প্রশ্ন তৈরি করুন, যেটার উত্তর আপনি পুনর্সাক্ষাতের সময় দেবেন
-
পরের বার এসে আপনি যা বলতে চান, তা মনে রাখার জন্য নোট লিখে রাখুন