সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

আমাদের অতিথিদের স্বাগত জানান

আমাদের অতিথিদের স্বাগত জানান

মার্চ মাসের ২৩ তারিখে স্মরণার্থ সভায় প্রায় ১ কোটি ২০ লক্ষ বা এরও বেশি অতিথি আসবে বলে আশা করা হচ্ছে। বক্তা যখন মুক্তির মূল্য হিসেবে যিহোবার দান এবং মানবজাতির জন্য ভবিষ্যতের কিছু আশীর্বাদ নিয়ে আলোচনা করবেন, তখন তা অতিথিদের কাছে কতই-না চমৎকার এক সাক্ষ্য হিসেবে কাজ করবে! (যিশা ১১:৬-৯; ৩৫:৫, ৬; ৬৫:২১-২৩; যোহন ৩:১৬) কিন্তু, এই বিশেষ উপলক্ষ্যের সময় শুধুমাত্র বক্তাই যে সাক্ষ্য দেবেন, এমন নয়। আমরা সকলেই আমাদের অতিথিদের গ্রহণ করতে বা সাদর অভ্যর্থনা জানাতে পারি। (রোমীয় ১৫:৭) এখানে কিছু পরামর্শ তুলে ধরা হল।

  • নিজের জায়গায় বসে অনুষ্ঠান শুরু হওয়ার জন্য অপেক্ষা না করে বরং উষ্ণ হাসি দিয়ে ও আন্তরিক অভিবাদন জানিয়ে অতিথি এবং নিষ্ক্রিয় ব্যক্তিদের স্বাগত জানান

  • যে-পরিচিত ব্যক্তিদের আপনি ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন, তাদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার পাশাপাশি সেই ব্যক্তিদের প্রতিও লক্ষ রাখুন, যারা অভিযানের সময় আমন্ত্রণপত্র পেয়ে অনুষ্ঠানে এসেছে। নতুন ব্যক্তিদের আপনার পাশে বসার জন্য আমন্ত্রণ জানান এবং তাদেরকে আপনার বাইবেল ও গানবই দেখান

  • বক্তৃতার পরে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় করে নিন। আপনার মণ্ডলীকে যদি অন্য মণ্ডলীর জন্য তাড়াতাড়ি হল ছেড়ে দিতে হয়, তা হলে কয়েক দিনের মধ্যে সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করুন। আপনার কাছে যদি সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার কোনো তথ্য না থাকে, তা হলে আপনি হয়তো বলতে পারেন: “এই অনুষ্ঠান আপনার কেমন লেগেছে, তা আমি আপনার কাছ থেকে শুনতে চাই। আপনার সঙ্গে কি যোগাযোগ করার কোনো উপায় আছে?”