আলবানিয়ায় প্রভুর সান্ধ্যভোজে যোগ দেওয়ার জন্য লোকেদের আমন্ত্রণ জানানো হচ্ছে

আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা--সভার জন্য অধ্যয়ন পুস্তিকা মার্চ ২০১৭

নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা

ঈশ্বরের রাজ্য সম্বন্ধে সত্য তুলে ধরার জন্য নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা। নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করার জন্য এই উদাহরণগুলো ব্যবহার করুন।

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

“তোমার উদ্ধারার্থে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি”

যিহোবা ঈশ্বর যখন যিরমিয়কে একজন ভাববাদী হিসেবে নিযুক্ত করেছিলেন, তখন যিরমিয় নিজেকে এই দায়িত্ব পালনের অযোগ্য বলে মনে করেছিলেন। যিহোবা কীভাবে তাকে আশ্বস্ত করেছিলেন?

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

তারা ঈশ্বরের ইচ্ছা পালন করা বন্ধ করে দিয়েছিল

ইস্রায়েলীয়রা মনে করেছিল, রীতিগতভাবে করা বিভিন্ন উৎসর্গ তাদের মন্দ আচরণের ক্ষতিপূরণ করবে। যিরমিয় সাহসের সঙ্গে তাদের পাপ ও কপটতা প্রকাশ করে দিয়েছিলেন।

খ্রিস্টীয় জীবনযাপন

আজকে কারা যিহোবার ইচ্ছা পালন করছে?—যেভাবে এটা ব্যবহার করা যায়

বাইবেল ছাত্রদের যিহোবার সাক্ষিদের সম্বন্ধে, আমাদের কাজকর্ম সম্বন্ধে এবং আমাদের সংগঠন সম্বন্ধে শেখানোর জন্য এই ব্রোশার ব্যবহার করুন।

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

একমাত্র যিহোবার নির্দেশনার মাধ্যমেই মানুষ সফল হতে পারে

প্রাচীন ইস্রায়েলে যারা যিহোবার নির্দেশনা অনুসরণ করেছিল, তারা শান্তি, সুখ ও সমৃদ্ধি লাভ করেছিল।

খ্রিস্টীয় জীবনযাপন

ঈশ্বরের কথা শুনুন—যেভাবে এটা ব্যবহার করা যায়

যাদের পক্ষে পাঠ্যাংশ পড়ে শিক্ষাগ্রহণ করা কঠিন, তাদের বাইবেলের মৌলিক সত্য শেখানোর জন্য ছবি ও শাস্ত্রপদ ব্যবহার করুন।

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

ইস্রায়েল যিহোবাকে ভুলে গিয়েছিল

যিহোবা ঈশ্বর যখন যিরমিয়কে ৫০০ কিলোমিটার দূরের ফরাৎ নদীর উদ্দেশে যাত্রা করতে ও সেখানে মসিনা সুতোর একটা কটিবন্ধনী লুকিয়ে রাখতে বলেছিলেন, তখন তিনি কী তুলে ধরেছিলেন?

খ্রিস্টীয় জীবনযাপন

যিহোবাকে স্মরণে রাখার জন্য আপনার পরিবারকে সাহায্য করুন

নিয়মিতভাবে ও ফলপ্রসূ উপায়ে পারিবারিক উপাসনা করা যিহোবাকে স্মরণে রাখার জন্য আপনার পরিবারকে সাহায্য করতে পারে। কীভাবে আপনি পারিবারিক উপাসনার ক্ষেত্রে আসা সাধারণ কিছু প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে মোকাবিলা করতে পারেন?