সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা

নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা

ঈশ্বরের রাজ্য কী? (T-36 ট্র্যাক্ট)

প্রশ্ন: আপনার কী মনে হয়, এমন এক সময় কি কখনো আসবে, যখন কান্না, মৃত্যু ও ব্যথা আর থাকবে না? [গৃহকর্তা যদি আগ্রহ দেখান, তা হলে আলোচনা চালিয়ে যান।] ঈশ্বরের এই প্রতিজ্ঞা লক্ষ করুন।

শাস্ত্রপদ: প্রকা ২১:৩, ৪

অর্পণ: এই ট্র্যাক্টে আরও তথ্য রয়েছে।

ঈশ্বরের রাজ্য কী? (T-36 ট্র্যাক্ট)

প্রশ্ন: আপনি কি সবচেয়ে উত্তম শাসন ব্যবস্থা সম্বন্ধে জানতে চান? [গৃহকর্তা যদি আগ্রহ দেখান, তা হলে শাস্ত্রপদ পড়ুন।]

শাস্ত্রপদ: দানি ২:৪৪

অর্পণ: এই ট্র্যাক্টে ব্যাখ্যা করা হয়েছে, এই শাসন ব্যবস্থা আপনার জন্য কী করবে।

স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র

অর্পণ: আমরা অতি গুরুত্বপূর্ণ এক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য লোকেদের আমন্ত্রণ জানাচ্ছি। [গৃহকর্তাকে আমন্ত্রণপত্র দিন।] এপ্রিল মাসের ১১ তারিখে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ লোক যিশু খ্রিস্টের মৃত্যু স্মরণ করার জন্য ও তাঁর মৃত্যু কীভাবে আমাদের উপকৃত করে, সেই বিষয়ে একটা বক্তৃতা শোনার জন্য একত্রিত হবে। এই বক্তৃতা শোনার জন্য কোনো মূল্য লাগবে না। আমাদের এলাকায় এই সভা কখন ও কোথায় অনুষ্ঠিত হবে, তা এই আমন্ত্রণপত্রে দেওয়া রয়েছে। আমরা আশা করি, আপনিও আমাদের সঙ্গে যোগ দেবেন।

নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করুন

আগের উদাহরণগুলোতে দেওয়া পদ্ধতি ব্যবহার করে নিজের ভাষায় ক্ষেত্রের পরিচর্যার উপস্থাপনা তৈরি করুন।