সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যিরমিয় ১২–১৬

ইস্রায়েল যিহোবাকে ভুলে গিয়েছিল

ইস্রায়েল যিহোবাকে ভুলে গিয়েছিল

যিরমিয়কে এক কঠিন কার্যভার দেওয়া হয়েছিল, যেটা যিহূদা ও যিরূশালেমের একগুঁয়ে ও অহংকারী মনোভাব চূর্ণ করার বিষয়ে যিহোবার দৃঢ়সংকল্প সম্বন্ধে তুলে ধরে

যিরমিয় মসিনা সুতোর এক পটিকা বা কটিবন্ধনী ক্রয় করেছিলেন

১৩:১,২

  • কটিদেশে বা কোমরে জড়ানো বন্ধনী যিহোবা ও সেই জাতির মধ্যে সম্ভাব্য ঘনিষ্ঠ সম্পর্ককে চিত্রিত করেছিল

যিরমিয় সেই কটিবন্ধনী নিয়ে ফরাৎ নদীর তীরে গিয়েছিলেন

১৩:৩-৫

  • তিনি সেটা পাথরের কোনো ছিদ্রে লুকিয়ে রেখেছিলেন আর এরপর যিরূশালেমে ফিরে এসেছিলেন

যিরমিয় সেই কটিবন্ধনী তুলে আনার জন্য আবার ফরাৎ নদীর তীরে গিয়েছিলেন

১৩:৬-৮

  • সেই কটিবন্ধনী নষ্ট হয়ে গিয়েছিল

যিরমিয় কার্যভার সম্পন্ন করার পর, যিহোবা বিষয়টা ব্যাখ্যা করেছিলেন

১৩:৯-১১

  • যিরমিয়ের আন্তরিক বাধ্যতা হয়তো সামান্য বলে মনে হয়েছিল, কিন্তু তা লোকেদের হৃদয়ে পৌঁছানোর জন্য যিহোবার উদ্দেশ্যসাধনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল