সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

যিহোবাকে স্মরণে রাখার জন্য আপনার পরিবারকে সাহায্য করুন

যিহোবাকে স্মরণে রাখার জন্য আপনার পরিবারকে সাহায্য করুন

যিহুদিরা তাদের ঈশ্বর যিহোবাকে ভুলে গিয়েছিল আর তাই আসন্ন ধ্বংস সম্বন্ধে তাদের সতর্ক করার জন্য যিরমিয়কে কার্যভার দেওয়া হয়েছিল। (যির ১৩:২৫) কেন যিহোবার সঙ্গে সেই জাতির সম্পর্কের এত অবনতি ঘটেছিল? ইস্রায়েলীয় পরিবারগুলোর সঙ্গে যিহোবার সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল। স্পষ্টতই, পরিবারের মস্তকরা দ্বিতীয় বিবরণ ৬:৫-৭ পদে বর্ণিত যিহোবার নির্দেশনা অনুসরণ করছিল না।

যিহোবার সঙ্গে উত্তম সম্পর্ক বজায় রেখেছে এমন পরিবারগুলো বর্তমানে আমাদের মণ্ডলীগুলোকে দৃঢ় রাখতে সাহায্য করে। পরিবারের মস্তকরা নিয়মিতভাবে ও ফলপ্রসূ উপায়ে পারিবারিক উপাসনা করার মাধ্যমে যিহোবাকে স্মরণে রাখার জন্য তাদের পরিবারকে সাহায্য করতে পারে। (গীত ২২:২৭) এই যে সকল কথা . . . তাহা তোমার হৃদয়ে থাকুক”—পরিবারের সাক্ষাৎকার শিরোনামের ভিডিওটা দেখার পর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • কিছু পরিবার কীভাবে পারিবারিক উপাসনার ক্ষেত্রে আসা সাধারণ কিছু প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে সফলভাবে মোকাবিলা করেছে?

  • নিয়মিতভাবে ও ফলপ্রসূ উপায়ে পারিবারিক উপাসনা করার কিছু উপকার কী?

  • পারিবারিক উপাসনা করার ক্ষেত্রে আমার সামনে কোন কোন প্রতিদ্বন্দ্বিতা আসে আর সেগুলোর সঙ্গে মোকাবিলা করার জন্য আমি কীভাবে পরিকল্পনা করি?