সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

ঈশ্বরের কথা শুনুন—যেভাবে এটা ব্যবহার করা যায়

ঈশ্বরের কথা শুনুন—যেভাবে এটা ব্যবহার করা যায়

যাদের পক্ষে পাঠ্যাংশ পড়ে শিক্ষাগ্রহণ করা কঠিন তারা যেন ছবি দেখে বাইবেলের মৌলিক সত্য শিখতে পারে, সেইজন্য ঈশ্বরের কথা শুনুন ব্রোশার তৈরি করা হয়েছে। দুই পৃষ্ঠার প্রতিটা পাঠে যত্ন সহকারে প্রস্তুতকৃত কিছু ছবি রয়েছে আর ছবিগুলোতে তির চিহ্ন দেওয়া আছে, যেগুলোর সাহায্যে একটা ছবি থেকে পরবর্তী ছবির আলোচনায় যাওয়া যায়।

ঈশ্বরের কথা শুনুন ব্রোশারের মতো, ঈশ্বরের কথা শুনুন এবং চিরকাল বেঁচে থাকুন ব্রোশারের মধ্যেও একই ছবি রয়েছে, কিন্তু এই ব্রোশারে আরও বেশি পাঠ্যাংশ রয়েছে। অল্প পড়তে পারেন এমন ছাত্ররা এই ব্রোশার ব্যবহার করতে পারেন। তবে, ছাত্র যদি ঈশ্বরের কথা শুনুন ব্রোশার ব্যবহার করেন, তা হলে শিক্ষক নিজে সাধারণত ঈশ্বরের কথা শুনুন এবং চিরকাল বেঁচে থাকুন ব্রোশার ব্যবহার করতে চাইবেন। অনেক পৃষ্ঠায় অতিরিক্ত তথ্য-সহ বাক্স রয়েছে। এগুলো ছাত্রের বোঝার ক্ষমতা অনুযায়ী আলোচনা করা যেতে পারে।

আপনি যেকোনো সময়ে এই দুটো ব্রোশারের মধ্যে একটা অর্পণ করতে পারেন, এমনকী যদি সেটা মাসের অর্পণ না-ও হয়। বাইবেল অধ্যয়ন পরিচালনা করার সময়, বাইবেলের বিবরণ ব্যাখ্যা করার জন্য ব্রোশারের ছবিগুলো ব্যবহার করুন। ছাত্রকে আলোচনায় জড়িত করার জন্য এবং তিনি বুঝতে পারছেন কি না, সেই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন জিজ্ঞেস করুন। প্রতি পৃষ্ঠার নীচে দেওয়া শাস্ত্রপদ পড়ুন ও আলোচনা করুন। পুরো ব্রোশার শেষ করার পর, আপনার ছাত্রকে বাপ্তিস্মের পর্যায় পর্যন্ত উন্নতি করতে সাহায্য করার জন্য বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বই অধ্যয়ন করুন।