স্লোভেনিয়ায় স্মরণার্থ সভার জন্য লোকেদের আমন্ত্রণ জানানো হচ্ছে

আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা--সভার জন্য অধ্যয়ন পুস্তিকা মার্চ ২০১৮

কথোপকথনের নমুনা

এই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে কথোপকথন: যিশু কেন মারা গিয়েছিলেন? মুক্তির মূল্য কী সম্পাদন করে?

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

“তোমাদের মধ্যে যে কেহ মহান্‌ হইতে চায়, সে তোমাদের পরিচারক হইবে”

আমরা কি কেবল উপাসনার সেই দিকগুলো করার জন্য প্রচেষ্টা করি, যেগুলো করলে অন্যদের কাছ থেকে স্বীকৃতি ও প্রশংসা লাভ করা যায়? একজন নম্র পরিচারক প্রায়ই এমন কাজ করেন, যা কেবলমাত্র যিহোবা ঈশ্বরই লক্ষ করেন।

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

সর্বমহৎ দুই আজ্ঞার বাধ্য হোন

বাইবেলের কোন দুটো আজ্ঞাকে যিশু সর্বমহৎ বলে উল্লেখ করেছিলেন? আমরা যে এই আজ্ঞাগুলো মেনে চলি, তা আমরা কীভাবে দেখাতে পারি?

খ্রিস্টীয় জীবনযাপন

ঈশ্বর ও প্রতিবেশীর প্রতি প্রেম​—⁠যেভাবে তা গড়ে তোলা যায়

আমাদের অবশ্যই ঈশ্বর ও প্রতিবেশীকে প্রেম করতে হবে। এই প্রেম গড়ে তোলার একটা গুরুত্বপূর্ণ উপায় হল, প্রতিদিন বাইবেল পড়া।

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

এই শেষকালে আধ্যাত্মিকভাবে সজাগ থাকুন

বর্তমানে অধিকাংশ লোক জীবনের সাধারণ বিষয়গুলো নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে, আধ্যাত্মিক বিষয়গুলোর জন্য তাদের হাতে সময় নেই। আধ্যাত্মিকভাবে সজাগ খ্রিস্টানদের দৃষ্টিভঙ্গি কীভাবে আলাদা?

খ্রিস্টীয় জীবনযাপন

আমরা এই বিধিব্যবস্থার একেবারে শেষে রয়েছি

যিশুর কথাগুলো কীভাবে ইঙ্গিত দেয় যে, আমরা শেষকালের শেষে বাস করছি? এই প্রশ্ন ও এর সঙ্গে সম্পর্কযুক্ত অন্যান্য প্রশ্ন নিয়ে ‘আমরা এই বিধিব্যবস্থার একেবারে শেষে রয়েছি’ শিরোনামের ভিডিওতে আলোচনা করা হয়েছে।

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

“জাগিয়া থাক”

দশ কুমারীর দৃষ্টান্তের বর, সুবুদ্ধি কুমারীরা ও নির্বুদ্ধি কুমারীরা কাকে চিত্রিত করে? আর আপনার জন্য এই দৃষ্টান্তের অর্থ কী?

খ্রিস্টীয় জীবনযাপন

পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো​—⁠ছাত্রদের প্রস্তুতি নেওয়ার বিষয়ে শিক্ষা দিয়ে

আমাদের একেবারে শুরু থেকেই সাহায্য করা উচিত, যেন ছাত্ররা বাইবেল অধ্যয়নের জন্য প্রস্তুতি নেওয়ার অভ্যাস গড়ে তুলতে পারে। কীভাবে তা করা যেতে পারে?