সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

মার্চ ২৬–এপ্রিল ১

মথি ২৫

মার্চ ২৬–এপ্রিল ১
  • গান ৩২ এবং প্রার্থনা

  • সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

  • জাগিয়া থাক”: (১০ মিনিট)

    • মথি ২৫:১-৬—পাঁচ জন সুবুদ্ধি কুমারী ও পাঁচ জন নির্বুদ্ধি কুমারী বরের সঙ্গে দেখা করার জন্য বের হয়েছিল

    • মথি ২৫:৭-১০—যখন বর এসেছিলেন, তখন নির্বুদ্ধি কুমারীরা অনুপস্থিত ছিল

    • মথি ২৫:১১, ১২—শুধুমাত্র সুবুদ্ধি কুমারীরা বিবাহভোজে প্রবেশ করতে পেরেছিল

  • আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)

  • বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) মথি ২৫:১-২৩

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

  • দ্বিতীয় পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা ব্যবহার করুন। সেই ব্যক্তিকে স্মরণার্থ সভায় আসার জন্য আমন্ত্রণ জানান।

  • তৃতীয় পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) নিজে শাস্ত্রপদ বাছাই করুন এবং বাইবেল অধ্যয়ন শুরু করা যায় এমন কোনো প্রকাশনা অর্পণ করুন।

  • বক্তৃতা: (৬ মিনিট বা এর চেয়ে কম) প্রহরীদুর্গ ১৫ ৩/১৫ ২৬-২৭ অনু. ৭-১০—মূলভাব: কীভাবে মেষ ও ছাগের দৃষ্টান্ত প্রচার কাজের গুরুত্বের উপর জোর দেয়?

খ্রিস্টীয় জীবনযাপন