সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো​—⁠ছাত্রদের প্রস্তুতি নেওয়ার বিষয়ে শিক্ষা দিয়ে

পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো​—⁠ছাত্রদের প্রস্তুতি নেওয়ার বিষয়ে শিক্ষা দিয়ে

যে-কারণে এটা গুরুত্বপূর্ণ: বাইবেল ছাত্ররা যখন প্রস্তুতি নেয়, তখন আমরা যা শিক্ষা দিই সেই বিষয়গুলো তারা আরও সহজে বুঝতে পারে ও মনে রাখতে পারে। তারা যত বেশি বুঝতে ও মনে রাখতে পারবে, তত দ্রুত তাদের উন্নতি হবে। এমনকী বাপ্তিস্ম নেওয়ার পরও, তাদের সভা ও পরিচর্যার জন্য প্রস্তুতি নিতে হবে, যাতে তারা ‘জাগিয়া থাকিতে’ পারে। (মথি ২৫:১৩) তাই, কীভাবে অধ্যয়ন করতে হয় তা জানার মাধ্যমে এবং অধ্যয়নের উত্তম তালিকা বজায় রাখার মাধ্যমে তারা সারা জীবন ধরে উপকার লাভ করবে। আমাদের একেবারে শুরু থেকেই সাহায্য করা উচিত, যেন ছাত্ররা বাইবেল অধ্যয়নের জন্য প্রস্তুতি নেওয়ার অভ্যাস গড়ে তুলতে পারে।

যেভাবে এটা করা যায়:

  • নিজে উত্তম উদাহরণ হোন। (রোমীয় ২:২১) ছাত্রের প্রয়োজনের কথা মাথায় রেখে প্রতি বার অধ্যয়নের জন্য প্রস্তুতি নিন। (রাজ্যের পরিচর্যা ১১/১৫ ৩) আপনার দাগানো প্রকাশনাটা তাকে দেখতে দিন

  • ছাত্রকে প্রস্তুতি নেওয়ার জন্য উৎসাহিত করুন। নিয়মিত অধ্যয়ন শুরু হওয়ার পর তাকে জানান, প্রস্তুতি নেওয়া বাইবেল অধ্যয়ন ব্যবস্থারই একটা অংশ এবং তার কাছে এর বিভিন্ন উপকার সম্বন্ধে ব্যাখ্যা করুন। তিনি যেভাবে প্রস্তুতি নেওয়ার জন্য সময় বের করে নিতে পারেন, সেই বিষয়ে ব্যাবহারিক পরামর্শ দিন। কোনো কোনো শিক্ষক, অধ্যয়নের সময় এক বার ছাত্রকে নিজের দাগানো প্রকাশনা ব্যবহার করতে দেন, যাতে ছাত্র এর উপকারিতা বুঝতে পারেন। ছাত্র যদি প্রস্তুতি নেন, তা হলে তাকে প্রশংসা করুন

  • কীভাবে প্রস্তুতি নিতে হয়, সেটা তাকে দেখান। কোনো কোনো শিক্ষক, একেবারে শুরুতেই অধ্যয়নের পুরোটা সময় ব্যবহার করে ছাত্রকে কোনো বিষয়বস্তুর জন্য কীভাবে প্রস্তুতি নিতে হয়, সেটার নমুনা দেখাতে চাইবেন