সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

মার্চ ৫-১১

মথি ২০-২১

মার্চ ৫-১১
  • গান ১৬ এবং প্রার্থনা

  • সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

  • তোমাদের মধ্যে যে কেহ মহান্‌ হইতে চায়, সে তোমাদের পরিচারক হইবে”: (১০ মিনিট)

    • মথি ২০:৩—অহংকারী অধ্যাপক ও ফরীশীরা “বাজারে” অন্যদের মনোযোগ ও সম্ভাষণ পেতে পছন্দ করত (“বাজার” মিডিয়া—মথি ২০:৩, nwtsty)

    • মথি ২০:২০, ২১—দু-জন প্রেরিত সম্মানজনক ও কর্তৃত্বপূর্ণ পদমর্যাদা লাভ করার জন্য অনুরোধ করেছিলেন (“সিবদিয়ের ছেলেদের মা,” “একজন আপনার ডান পাশে আর একজন আপনার বাম পাশে” স্টাডি নোট—মথি ২০:২০, ২১, nwtsty)

    • মথি ২০:২৫-২৮—যিশু ব্যাখ্যা করেছিলেন, তাঁর অনুসারীদের নম্র পরিচারক হতে হবে (“পরিচারক,” “পরিচর্যা পেতে নয়, পরিচর্যা করতে” স্টাডি নোট—মথি ২০:২৬, ২৮, nwtsty)

  • আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)

    • মথি ২১:৯—লোকেরা যখন চিৎকার করে বলেছিল: “হোশান্না দায়ূদ-সন্তান,” তখন তারা কী বুঝিয়েছিল? (“হোশান্না,” “দায়ূদ সন্তান” স্টাডি নোট—মথি ২১:৯, nwtsty)

    • মথি ২১:১৮, ১৯—কেন যিশু একটা ডুমুর গাছকে শুকিয়ে ফেলেছিলেন? (যিশুই পথ, সত্য ও জীবন  ২৪৪ অনু. ৪-৬, ইংরেজি)

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?

  • বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) মথি ২০:১-১৯

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

খ্রিস্টীয় জীবনযাপন