সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | মথি ২০-২১

“তোমাদের মধ্যে যে কেহ মহান্‌ হইতে চায়, সে তোমাদের পরিচারক হইবে”

“তোমাদের মধ্যে যে কেহ মহান্‌ হইতে চায়, সে তোমাদের পরিচারক হইবে”

২০:২৮

অহংকারী অধ্যাপক ও ফরীশীরা বাজারে অন্যদের মনোযোগ ও সম্ভাষণ পেতে পছন্দ করত

অহংকারী অধ্যাপক ও ফরীশীরা অন্যদের অভিভূত করতে ও নিজেরা প্রাধান্য পেতে চাইত। (মথি ২৩:৫-৭) কিন্তু যিশু আলাদা ছিলেন। “মনুষ্যপুত্ত্র পরিচর্য্যা পাইতে আইসেন নাই, কিন্তু পরিচর্য্যা করিতে . . . আসিয়াছেন।” (মথি ২০:২৮) আমরা কি কেবল উপাসনার সেই দিকগুলো করার জন্য প্রচেষ্টা করি, যেগুলো করলে অন্যদের কাছ থেকে স্বীকৃতি ও প্রশংসা লাভ করা যায়? আমরা যদি যিহোবার চোখে মহান হতে চাই, তা হলে আমরা যিশুর মতো হওয়ার চেষ্টা করব এবং অন্যদের সাহায্য করার জন্য যথাসাধ্য করব। এই ধরনের কাজ সাধারণত অন্যের অগোচরেই করা হয়—কেবলমাত্র যিহোবাই তা লক্ষ করেন। (মথি ৬:১-৪) একজন নম্র পরিচারক . . .

  • কিংডম হলের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের কাজে অংশ নেন

  • বয়স্ক ব্যক্তিদের ও অন্যদের সাহায্য করার জন্য এগিয়ে যান

  • রাজ্যের কাজকে সমর্থন করার জন্য আর্থিক দান দেন