মার্চ ২৫-৩১
১ করিন্থীয় ৪-৬
গান ৪৩ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“অল্প তাড়ী সূজীর সমস্ত তাল তাড়ীময় করিয়া ফেলে”: (১০ মিনিট)
১করি ৫:১, ২—করিন্থের মণ্ডলী একজন অনুতাপহীন অন্যায়কারীকে প্রশ্রয় দিচ্ছিল
১করি ৫:৫-৮, ১৩—পৌল মণ্ডলীকে বলেছিলেন, যেন তারা তাদের মধ্য থেকে “তাড়ী” দূর করে দেয় ও সেই অন্যায়কারীকে শয়তানের হস্তে সমর্পণ করে (অন্তর্দৃষ্টি-২ ২৩০, ৮৬৯-৮৭০, ইংরেজি)
১করি ৫:৯-১১—মণ্ডলী অনুতাপহীন অন্যায়কারীর সঙ্গে মেলামেশা করবে না (‘ঈশ্বরের প্রেম’ ৩৯-৪০ অনু. ১৯-২১)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
১করি ৪:৯—কীভাবে ঈশ্বরের মনুষ্য দাসেরা স্বর্গদূতদের সামনে “কৌতুকাস্পদ [“দর্শনীয় একটা দৃশ্যের মত,” জুবিলী বাইবেল]”? (প্রহরীদুর্গ ০৯ ৫/১৫ ২৪ অনু. ১৬)
১করি ৬:৩—পৌল যখন বলেছিলেন, “আমরা দূতগণের বিচার করিব,” তখন তিনি স্পষ্টতই কোন বিষয়টা বোঝাতে চেয়েছিলেন? (অন্তর্দৃষ্টি-২ ২১১, ইংরেজি)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) ১করি ৬:১-১৪ (শিক্ষা দেওয়া পাঠ ১০)
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
দ্বিতীয় পুনর্সাক্ষাতের ভিডিও: (৫ মিনিট) ভিডিওটা দেখান ও আলোচনা করুন।
দ্বিতীয় পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা ব্যবহার করুন। (শিক্ষা দেওয়া পাঠ ১১)
বাইবেল অধ্যয়ন: (৫ মিনিট বা এর চেয়ে কম) ‘ঈশ্বরের প্রেম’ (lv) বই অধ্যায় ৩ অনু. ১৯-২১ (শিক্ষা দেওয়া পাঠ ৩)
খ্রিস্টীয় জীবনযাপন
“আপনার বাইবেল ছাত্রকে শিক্ষা দেওয়ার জন্য ভিডিওগুলো ব্যবহার করুন”: (১৫ মিনিট) আলোচনা। ভিডিওটা দেখান ও আলোচনা করুন। একজন বাইবেল ছাত্রকে সুসমাচার ব্রোশারের পাঠ ৪ থেকে কীভাবে শিক্ষা দেওয়া যায়, তা ভিডিওতে দেখানো হয়েছে।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) বাইবেলের গল্প ১, ২
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ১৫ এবং প্রার্থনা