সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | ১ করিন্থীয় ৪-৬

“অল্প তাড়ী সূজীর সমস্ত তাল তাড়ীময় করে”

“অল্প তাড়ী সূজীর সমস্ত তাল তাড়ীময় করে”

৫:১, ২, ৫-১১, ১৩

কাউকে সমাজচ্যুত করলে যদিও খুব কষ্ট লাগে কিন্তু তারপরও কেন এটা বলা যেতে পারে যে, সমাজচ্যুত করার ব্যবস্থা হল এক প্রেমপূর্ণ ব্যবস্থা?

সমাজচ্যুত করার ব্যবস্থা প্রেম প্রকাশ করে . . .

  • যিহোবার প্রতি আর তা তাঁর পবিত্র নামকে সম্মানিত করার মাধ্যমে।—১পিতর ১:১৫, ১৬

  • মণ্ডলীর প্রতি আর তা কলুষিত প্রভাব থেকে মণ্ডলীকে সুরক্ষা করার মাধ্যমে।—১করি ৫:৬

  • অন্যায়কারীর প্রতি আর তা তাকে চেতনা ফিরে পেতে সাহায্য করার মাধ্যমে।—ইব্রীয় ১২:১১

কীভাবে আমি কোনো সমাজচ্যুত ব্যক্তির খ্রিস্টান পরিবারের সদস্যদের সাহায্য করতে পারি?