সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

আপনার বাইবেল ছাত্রকে শিক্ষা দেওয়ার জন্য ভিডিওগুলো ব্যবহার করুন

আপনার বাইবেল ছাত্রকে শিক্ষা দেওয়ার জন্য ভিডিওগুলো ব্যবহার করুন

দৃশ্যমান বিষয়বস্তু একজন দর্শকের মনোযোগ ধরে রাখে এবং তিনি যা শেখেন, তা তাকে বুঝতে ও মনে রাখতে সাহায্য করে। আমাদের সর্বমহান শিক্ষক যিহোবা বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়ার জন্য দৃশ্যমান বিষয় ব্যবহার করেছিলেন। (আদি ১৫:৫; যির ১৮:১-৬) মহান শিক্ষক যিশুও তা ব্যবহার করেছিলেন। (মথি ১৮:২-৬; ২২:১৯-২১) সাম্প্রতিক বছরগুলোতে যে-দৃশ্যমান বিষয়বস্তু খুবই উপকারী বলে প্রমাণিত হয়েছে, তা হল ভিডিও। আপনি কি আপনার বাইবেল ছাত্রকে শিক্ষা দেওয়ার জন্য ভিডিওগুলোর সদ্‌ব্যবহার করেন?

ঈশ্বরের কাছ থেকে সুসমাচার! ব্রোশারের বিভিন্ন পাঠ থেকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আমাদের সাহায্য করার জন্য দশটা ভিডিও প্রস্তুত করা হয়েছে। সাধারণত প্রতিটা ভিডিওর শিরোনাম, সেই ব্রোশারের মধ্যে মোটা অক্ষরে লেখা কোনো একটা প্রশ্ন থেকে নেওয়া হয়। ব্রোশারের ডিজিটাল সংস্করণে, কখন কোন ভিডিও দেখাতে হবে তা আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য ভিডিওর লিংক দেওয়া রয়েছে। এ ছাড়া, আমাদের শিক্ষাদানের হাতিয়ার বাক্স-এ বিভিন্ন অধ্যয়ন প্রকাশনার উপর ভিত্তি করে অন্যান্য ভিডিও রয়েছে।

আপনি কি আপনার ছাত্রের সঙ্গে বাইবেলের এমন কোনো বিষয় নিয়ে আলোচনা করছেন, যেটা তার পক্ষে বোঝা কঠিন হতে পারে? অথবা আপনার ছাত্র কি নির্দিষ্ট কোনো পরীক্ষার সঙ্গে মোকাবিলা করছেন? jw.org® ওয়েবসাইট অথবা JW ব্রডকাস্টিং® থেকে তার জন্য উপকারী হতে পারে এমন কোনো ভিডিও খুঁজুন। আপনি ও আপনার ছাত্র হয়তো একসঙ্গে একটা ভিডিও দেখতে পারেন আর এরপর তা নিয়ে আলোচনা করতে পারেন।

প্রতি মাসে নতুন নতুন ভিডিও প্রকাশ করা হয়। সেগুলো দেখার সময়, অন্যদের সাহায্য করার জন্য কীভাবে সেগুলো ব্যবহার করা যায় তা নিয়ে চিন্তা করুন।