সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | রোমীয় ১২-১৪

খ্রিস্টীয় প্রেম দেখানো বলতে যা বোঝায়

খ্রিস্টীয় প্রেম দেখানো বলতে যা বোঝায়

১২:১০, ১৭-২১

আমাদের সঙ্গে যখন কেউ ভুল আচরণ করে, তখন খ্রিস্টীয় প্রেম দেখানোর জন্য আমাদের শুধু প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকলেই হবে না কিন্তু সেইসঙ্গে আরও বেশি কিছু করতে হবে। “তোমার শত্রু যদি ক্ষুধিত হয়, তাহাকে ভোজন করাও; যদি সে পিপাসিত হয়, তাহাকে পান করাও; কেননা তাহা করিলে তুমি তাহার মস্তকে জ্বলন্ত অঙ্গারের রাশি করিয়া রাখিবে।” (রোমীয় ১২:২০) আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন এমন কারো প্রতি আমরা যদি দয়া দেখাই, তা হলে সেই দয়ার কারণে সেই ব্যক্তি হয়তো এমনকী নিজের কাজের জন্য অনুশোচনা করতে পারেন।

আপনি অনিচ্ছাকৃতভাবে আঘাত দিয়েছিলেন এমন কোনো ব্যক্তি যখন আপনার সঙ্গে সদয় আচরণ করেছিলেন, তখন আপনার কেমন লেগেছিল?