মার্চ ১৬-২২
আদিপুস্তক ২৫-২৬
গান ১৪৯ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“এষৌ নিজের জ্যেষ্ঠাধিকার বিক্রি করে দেন”: (১০ মিনিট)
আদি ২৫:২৭, ২৮—এষৌ ও যাকোব যমজ ছিলেন কিন্তু তাদের ব্যক্তিত্ব এবং কাজের ক্ষেত্রে তাদের পছন্দ-অপছন্দ ভিন্ন ছিল (অন্তর্দৃষ্টি-১ ১২৪২, ইংরেজি)
আদি ২৫:২৯, ৩০—এষৌ তার খিদে ও ক্লান্তির কাছে নতিস্বীকার করেছিলেন
আদি ২৫:৩১-৩৪—অকৃতজ্ঞ এষৌ কোনো কিছু চিন্তা না করেই যাকোবের কাছে খাবারের বিনিময়ে তার জ্যেষ্ঠাধিকার বিক্রি করে দিয়েছিলেন (প্রহরীদুর্গ ১৯.০২ ১৬ অনু. ১১; অন্তর্দৃষ্টি-১ ৮৩৫)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (১০ মিনিট)
আদি ২৫:৩১-৩৪—এই বিবরণ কেন এই বিষয়টা প্রমাণ করে না যে, মশীহের বংশধারা প্রথমজাত সন্তানের অধিকারের সঙ্গে যুক্ত ছিল? (ইব্রীয় ১২:১৬; প্রহরীদুর্গ ১৭.১২ ১৫ অনু. ৫-৭)
আদি ২৬:৭—এই ক্ষেত্রে ইস্হাক কেন পুরো সত্যটা বলেননি? (অন্তর্দৃষ্টি-২ ২৪৫ অনু. ৬, ইংরেজি)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা ঈশ্বর সম্বন্ধে, ক্ষেত্রের পরিচর্যা সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) আদি ২৬:১-১৮ (শিক্ষা দেওয়া পাঠ ৫)
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম পুনর্সাক্ষাতের ভিডিও: (৫ মিনিট) আলোচনা। ভিডিওটা দেখান আর এরপর শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন: কীভাবে আমরা গৃহকর্তাকে বিব্রত করা এড়িয়ে চলতে পারি, যদি তিনি প্রশ্নের উত্তর দিতে না পারেন? কীভাবে প্রকাশক কার্যকরীভাবে মথি ২০:২৮ পদ থেকে যুক্তি করলেন?
প্রথম পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা ব্যবহার করুন। (শিক্ষা দেওয়া পাঠ ৩)
প্রথম পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা দিয়ে শুরু করুন। এরপর বাইবেল শিক্ষা দেয় বই অর্পণ করুন। (শিক্ষা দেওয়া পাঠ ১৫)
খ্রিস্টীয় জীবনযাপন
লোকেদের সঙ্গে ঈশ্বরের কাছ থেকে সুসমাচার! ব্রোশার থেকে অধ্যয়ন করার সময় ভিডিওগুলো ব্যবহার করুন: (১৫ মিনিট) আলোচনা। মৃত ব্যক্তিরা কোন অবস্থায় রয়েছে? এবং কেন ঈশ্বর দুঃখকষ্ট থাকতে দিয়েছেন? শিরোনামের ভিডিওগুলো দেখান। প্রতিটা ভিডিও দেখানোর পর এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন: সুসমাচার ব্রোশার থেকে অধ্যয়ন করার সময় কীভাবে আপনি এই ভিডিওটা ব্যবহার করতে পারেন? (জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ১৯.০৩ ৭) এই ভিডিও থেকে আপনি এমন কোন কোন বিষয় শিখেছেন, যেগুলো আপনাকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সাহায্য করবে? সকলকে মনে করিয়ে দিন, সুসমাচার ব্রোশারের ডিজিটাল সংস্করণে ভিডিওগুলোর লিংক দেওয়া রয়েছে।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) বাইবেলের গল্প ৬৪
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
গান ২০ এবং প্রার্থনা