আদিপুস্তক ২৭–২৮
ঈশ্বরের বাক্যের গুপ্তধন |যাকোব তার ন্যায্য আশীর্বাদ লাভ করেন
২৭:৬-১০, ১৮, ১৯, ২৭-২৯
ইস্হাক যাকোবকে যে-আশীর্বাদ করেছিলেন, সেটা আসলে এক ভবিষ্যদ্বাণী ছিল।
-
২৭:২৮—যিহোবা যাকোবের বংশধরকে এক উর্বর, “দুগ্ধমধুপ্রবাহী” দেশ দিয়েছিলেন।—দ্বিতীয় ২৬:১৫
-
২৭:২৯—ইস্রায়েলীয়রা (যাকোবের বংশধর) ইদোমীয়দের (এষৌর বংশধর) চেয়ে বলবান হয়ে উঠেছিল।—আদি ২৫:২৩; ২শমূ ৮:১৪
-
২৭:২৯—ইস্রায়েলীয়দের প্রতি তাদের ঘৃণার কারণে ইদোমীয়দের অভিশাপ দেওয়া হয়েছিল আর পরিশেষে সেই জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল।—যিহি ২৫:১২-১৪