সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

মার্চ ৩০–এপ্রিল ৫

আদিপুস্তক ২৯-৩০

মার্চ ৩০–এপ্রিল ৫
  •  গান ২০ এবং প্রার্থনা

  • সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

  • যাকোব বিয়ে করেন: (১০ মিনিট)

    • আদি ২৯:১৮-২০—যাকোব রাহেলকে বিয়ে করার জন্য সাত বছর লাবনের দাসত্ব করতে রাজি হন (প্রহরীদুর্গ ০৩ ১০/১৫ ২৯ অনু. ৬)

    • আদি ২৯:২১-২৬—লাবন যাকোবের সঙ্গে ছলনা করেন এবং রাহেলের পরিবর্তে লেয়ার সঙ্গে তার বিয়ে দেন (প্রহরীদুর্গ ০৭ ১০/১ ৮-৯; অন্তর্দৃষ্টি-২ ৩৪১ অনু. ৩, ইংরেজি)

    • আদি ২৯:২৭, ২৮—যাকোব এক কঠিন পরিস্থিতির সঙ্গে যতটা সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন

  • আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (১০ মিনিট)

    • আদি ৩০:৩—কেন রাহেল, যাকোব ও বিল্‌হার সন্তানদের নিজের সন্তান বলে মনে করতেন? (অন্তর্দৃষ্টি-১ ৫০, ইংরেজি)

    • আদি ৩০:১৪, ১৫—কেন রাহেল কিছু দূদাফলের বিনিময়ে গর্ভবতী হওয়ার এক সুযোগ ছেড়ে দিয়েছিলেন? (প্রহরীদুর্গ ০৪ ১/১৫ ২৮ অনু. ৬)

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা ঈশ্বর সম্বন্ধে, ক্ষেত্রের পরিচর্যা সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?

  • বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) আদি ৩০:১-২১ (শিক্ষা দেওয়া পাঠ ২)

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

খ্রিস্টীয় জীবনযাপন