সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | আদিপুস্তক ২৯-৩০

যাকোব বিয়ে করেন

যাকোব বিয়ে করেন

২৯:১৮-২৮

বিয়ে করার ফলে যাকোবকে যে-পরীক্ষাগুলো ভোগ করতে হবে, সেগুলোর বিষয়ে তিনি আগে থেকে জানতেন না। রাহেল ও লেয়া, একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। (আদি ২৯:৩২; ৩০:১, ৮) কিন্তু, বিভিন্ন পরীক্ষা সত্ত্বেও যাকোব দেখেছিলেন, যিহোবা তার সঙ্গে সঙ্গে রয়েছেন। (আদি ৩০:২৯, ৩০, ৪৩) পরিশেষে, তার বংশ ইস্রায়েল জাতি হয়ে ওঠে।—রূৎ ৪:১১.

আমাদের দিনে, যারা বিয়ে করতে চায়, তারা বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবে। (১করি ৭:২৮) তা সত্ত্বেও, যিহোবার উপর নির্ভর করার এবং বাইবেলের নীতি কাজে লাগানোর মাধ্যমে তাদের বিয়ে সফল হতে পারে এবং তারা যথেষ্ট সুখী হতে পারেন।—হিতো ৩:৫, ৬; ইফি ৫:৩৩.