মার্চ ৯-১৫
আদিপুস্তক ২৪
গান ৩৬ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“ইস্হাকের জন্য কনে”: (১০ মিনিট)
আদি ২৪:২-৪—যিহোবার উপাসনা করে এমন লোকেদের মধ্য থেকে ইস্হাকের জন্য কন্যা বা কনে খোঁজার জন্য অব্রাহাম তার দাসকে পাঠান (প্রহরীদুর্গ, জনসাধারণের সংস্করণ ১৬.৩ ১৪ অনু. ৩, ইংরেজি)
আদি ২৪:১১-১৫—একটা কুয়োর কাছে অব্রাহামের দাসের সঙ্গে রিবিকার দেখা হয় (প্রহরীদুর্গ, জনসাধারণের সংস্করণ ১৬.৩ ১৪ অনু. ৪)
আদি ২৪:৫৮, ৬৭—রিবিকা ইস্হাককে বিয়ে করতে রাজি হন (প্রহরীদুর্গ, জনসাধারণের সংস্করণ ১৬.৩ ১৪ অনু. ৬-৭)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (১০ মিনিট)
আদি ২৪:১৯, ২০—এই শাস্ত্রপদগুলোতে বর্ণিত রিবিকার কাজ থেকে আমরা কী শিখতে পারি? (প্রহরীদুর্গ, জনসাধারণের সংস্করণ ১৬.৩ ১২-১৩, ইংরেজি)
আদি ২৪:৬৫—কেন রিবিকা নিজের মস্তক আচ্ছাদন করেছিলেন আর এটা কী শেখায়? (প্রহরীদুর্গ, জনসাধারণের সংস্করণ ১৬.৩ ১৫ অনু. ৩)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা ঈশ্বর সম্বন্ধে, ক্ষেত্রের পরিচর্যা সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) আদি ২৪:১-২১ (শিক্ষা দেওয়া পাঠ ২)
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাতের ভিডিও: (৪ মিনিট) আলোচনা। ভিডিওটা দেখান আর এরপর শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন: কীভাবে প্রকাশক ভালোভাবে প্রশ্নের ব্যবহার করলেন? গৃহকর্তা যখন যিশুর পরিচয় সম্বন্ধে উত্তর দিলেন, তখন প্রকাশক কীভাবে প্রতিক্রিয়া দেখালেন?
প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা ব্যবহার করুন। (শিক্ষা দেওয়া পাঠ ১)
প্রথম সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা দিয়ে শুরু করুন। সাধারণত আপত্তি জানানো হয় এমন কোনো বিষয় উত্থাপিত হলে কীভাবে কথা বলা যায়, তা তুলে ধরুন। (শিক্ষা দেওয়া পাঠ ১২)
স্মরণার্থ সভার আমন্ত্রণ: (৩ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা ব্যবহার করুন। গৃহকর্তা আগ্রহ দেখান। যিশুর মৃত্যু স্মরণ করুন শিরোনামের ভিডিওটার সঙ্গে পরিচয় করিয়ে দিন (দেখানোর প্রয়োজন নেই) ও আলোচনা করুন। (শিক্ষা দেওয়া পাঠ ১১)
খ্রিস্টীয় জীবনযাপন
স্মরণার্থ সভার অভিযান শনিবার, ১৪ মার্চ শুরু হবে: (৮ মিনিট) আলোচনা। উপস্থিত সকলকে একটা করে স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র দিন এবং এটার বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করুন। নমুনা হিসেবে দেওয়া ভিডিওটা দেখান ও আলোচনা করুন। নির্ধারিত এলাকায় প্রচার সম্পন্ন করার জন্য স্থানীয়ভাবে যে-ব্যবস্থা করা হয়েছে, তা সংক্ষেপে বলুন।
“আমি কাদেরকে আমন্ত্রণ জানাব?”: (৭ মিনিট) আলোচনা।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) বাইবেলের গল্প ৬৩
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
গান ৩৪ এবং প্রার্থনা