খ্রিস্টীয় জীবনযাপন
আমি কাদেরকে আমন্ত্রণ জানাব?
প্রতি বছর আমরা আমাদের এলাকার লোকেদের আমাদের সঙ্গে স্মরণার্থ সভায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে থাকি। তাদের মধ্যে অধিকাংশই আমাদের অপরিচিত। তবে, তাদেরও আমন্ত্রণ জানানো উচিত, যারা আমাদের পরিচিত। যারা কোনো পরিচিত ব্যক্তির কাছ থেকে আমন্ত্রণপত্র পায়, তাদের এই সভায় যোগ দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। (বর্ষপুস্তক ০৮ ১১ অনু. ৩; ১৪ অনু. ১, ইংরেজি) আপনি কোন কোন ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে পারেন?
-
আত্মীয়স্বজন
-
সহকর্মী কিংবা সহপাঠী
-
প্রতিবেশী
-
যাদের সঙ্গে পুনর্সাক্ষাৎ করেছেন এবং অতীতের ও বর্তমান বাইবেল ছাত্র-ছাত্রী
এ ছাড়া, প্রাচীনরা সেই ব্যক্তিদের আমন্ত্রণ জানাতে পারেন যারা নিষ্ক্রিয় হয়ে পড়েছে। আপনার পরিচিত ব্যক্তিরা যদি আপনার এলাকায় না থাকেন, তা হলে? আপনি jw.org ওয়েবসাইটের হোম পেজের একেবারে উপরে আমাদের সম্বন্ধে ট্যাবে ক্লিক করুন এবং “স্মরণার্থ সভা” বাছাই করার দ্বারা তারা যেখানে বাস করেন, সেখানে কখন ও কোথায় স্মরণার্থ সভা অনুষ্ঠিত হবে, তা জানুন। এই বছর স্মরণার্থ সভার প্রস্তুতি নেওয়ার সময় আপনি ভেবে দেখুন কাদের আমন্ত্রণ জানাতে পারেন আর এরপর তাদের আমন্ত্রণ জানান।