সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন | পরিচর্যায় আপনার আনন্দ বৃদ্ধি করুন

উদ্যমের সঙ্গে শিক্ষা দিন

উদ্যমের সঙ্গে শিক্ষা দিন

উদ্যম হল সংক্রামক। উদ্যম আমাদের শ্রোতাদের মনোযোগ আকৃষ্ট করে। এ ছাড়া, এটা দেখায় যে, আমরা আমাদের বার্তাকে মূল্যবান বলে মনে করি। আমাদের সাংস্কৃতিক পটভূমি অথবা ব্যক্তিত্ব যা-ই হোক না কেন, আমরা উদ্যম গড়ে তুলতে পারি। (রোমীয় ১২:১১) কীভাবে?

প্রথমত, আপনার বার্তার গুরুত্ব সম্বন্ধে চিন্তা করুন। আপনার ‘সুসমাচার ঘোষণা করার’ সুযোগ রয়েছে! (রোমীয় ১০:১৫) দ্বিতীয়ত, সুসমাচার কীভাবে আপনার শ্রোতাদের জীবনকে আরও উন্নত করার ক্ষেত্রে সাহায্য করতে পারে, তা নিয়ে চিন্তা করুন। তাদের সত্যিই সুসমাচার শোনা প্রয়োজন। (রোমীয় ১০:১৩, ১৪) পরিশেষে, স্বাভাবিক অঙ্গভঙ্গি এবং আন্তরিক মৌখিক অভিব্যক্তির মাধ্যমে উদ্যোগ সহকারে কথা বলুন।

শিষ্য তৈরির কাজে আনন্দ লাভ করুন—নিজের দক্ষতা বাড়ান—উদ্যমের সঙ্গে শিক্ষা দিয়ে, নাটকের আকারে তুলে ধরা এই ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • নিটা কোন কারণে জেডের সঙ্গে বাইবেল অধ্যয়ন করার উদ্যম হারিয়ে ফেলে?

  • কী নিটাকে তার উদ্যম ফিরে পেতে সাহায্য করে?

  • উদ্যম হল সংক্রামক

    কেন আমাদের শ্রোতাদের ভালো গুণাবলির উপর মনোযোগ দেওয়া উচিত?

  • আমাদের বাইবেল ছাত্র-ছাত্রী এবং অন্যদের উপর আমাদের উদ্যম হয়তো কোন প্রভাব ফেলতে পারে?