সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

যিহোবার আইন বিজ্ঞ ও ন্যায্য

যিহোবার আইন বিজ্ঞ ও ন্যায্য

আমরা যখন ঈশ্বরের আইন মেনে চলি, তখন আমরা দেখাই যে, আমাদের জ্ঞান বা প্রজ্ঞা এবং বুদ্ধি বা বোঝার ক্ষমতা রয়েছে। (দ্বিতীয় ৪:৬; অন্তর্দৃষ্টি-২ ১১৪০ অনু. ৫, ইংরেজি)

আমাদের কাজ লক্ষ করে এমন অনেকে উপলব্ধি করে যে, ঈশ্বরের আইনগুলোর পিছনে প্রজ্ঞা রয়েছে (দ্বিতীয় ৪:৬; প্রহরীদুর্গ ৯৯ ১১/১ ২০ অনু. ৬-৭)

যিহোবার লোকেরা এমন এক জীবনধারা উপভোগ করে, যা অন্যান্য জাতির জীবনধারা থেকে অনেক শ্রেষ্ঠ (দ্বিতীয় ৪:৭, ৮; প্রহরীদুর্গ ০৭ ৮/১ ২৯ অনু. ১৩)

যারা ঈশ্বরের আইন ও নীতিগুলোর সঙ্গে মিল রেখে জীবনযাপন করে, তাদের উত্তম আচরণ দেখে অনেকে যিহোবার সংগঠনের প্রতি আকৃষ্ট হয়।

যিহোবার বিজ্ঞ নির্দেশনা মেনে চলার কারণে আপনি কোন কোন আর্শীবাদ লাভ করেছেন?