সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন | পরিচর্যায় আপনার আনন্দ বৃদ্ধি করুন

দৃষ্টান্তের সাহায্যে মূল বিষয়গুলো তুলে ধরুন

দৃষ্টান্তের সাহায্যে মূল বিষয়গুলো তুলে ধরুন

আমরা যখন পুনর্সাক্ষাৎ করি অথবা বাইবেল অধ্যয়ন পরিচালনা করি, তখন মূল বিষয়গুলো বোঝার জন্য আমাদের শ্রোতাদের সাহায্য করতে হবে। দৃষ্টান্তের সাহায্যে মূল বিষয়গুলো তুলে ধরার মাধ্যমে আমরা লোকদের হৃদয় স্পর্শ করতে পারি এবং মূল বিষয়গুলো মনে রাখার জন্য তাদের সাহায্য করতে পারি।

আপনি যখন কোনো পুনর্সাক্ষাৎ অথবা বাইবেল অধ্যয়নের জন্য প্রস্তুতি নেন, তখন ছোটোখাটো সমস্ত বিষয় বেছে না নিয়ে বরং সেই মূল বিষয়গুলো বেছে নিন, যেগুলো আপনি দৃষ্টান্তের সাহায্যে তুলে ধরতে চান। এরপর, রোজকার জীবনের উপর ভিত্তি করে সহজসরল দৃষ্টান্ত বাছাই করুন। (মথি ৫:১৪-১৬; মার্ক ২:২১; লূক ১৪:৭-১১) আপনার শ্রোতার পটভূমি ও কাজকর্ম সম্বন্ধে বিবেচনা করতে ভুলবেন না। (লূক ৫:২-১১; যোহন ৪:৭-১৫) কোনো একটা বিষয় বুঝতে পারার কারণে আপনার শ্রোতাকে যখন আনন্দিত হতে দেখবেন, তখন আপনিও আনন্দ লাভ করবেন।

শিষ্য তৈরির কাজে আনন্দ লাভ করুন—নিজের দক্ষতা বাড়ান—দৃষ্টান্তের সাহায্যে মূল বিষয়গুলো তুলে ধরে, নাটকের আকারে তুলে ধরা এই ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • কেন ছাত্র-ছাত্রীদের বাইবেলের পদগুলো বোঝার জন্য সাহায্যের প্রয়োজন হতে পারে?

  • কীভাবে নিটা রোমীয় ৫:১২ পদে পাওয়া সত্যটা দৃষ্টান্তের সাহায্যে তুলে ধরে?

  • উত্তম দৃষ্টান্তগুলো হৃদয় স্পর্শ করে

    উত্তম দৃষ্টান্তগুলো আমাদের শ্রোতাদের উপর কোন প্রভাব ফেলতে পারে?

  • কেন আমাদের পরিচর্যায় যিহোবার সংগঠনের দ্বারা জোগানো ভিডিও এবং শিক্ষাদানের অন্যান্য হাতিয়ার ব্যবহার করা উচিত?