সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

শাসন—যিহোবার প্রেমের এক প্রকাশ

শাসন—যিহোবার প্রেমের এক প্রকাশ

শাসন মূলত নির্দেশনা ও শিক্ষাকে বোঝায়, তবে এর সঙ্গে সংশোধন ও শাস্তিও জড়িত। যিহোবা আমাদের শাসন করেন যাতে আমরা তাঁকে প্রীতিজনক উপায়ে উপাসনা করতে পারি। (রোমীয় ১২:১; ইব্রীয় ১২:১০, ১১) কখনো কখনো শাসনকে দুঃখের বিষয় বলে মনে হতে পারে, তবে এর মাধ্যমে আমরা এক ধার্মিক অবস্থান এবং আশীর্বাদ লাভ করি। (হিতো ১০:৭) যারা শাসন প্রদান করে এবং যারা শাসন গ্রহণ করে, তাদের কী মনে রাখা উচিত?

যিনি শাসন প্রদান করেন। প্রাচীনেরা, বাবা-মায়েরা এবং অন্যেরা যিহোবার মতো সদয়ভাবে এবং প্রেম সহকারে শাস্তি বা শাসন প্রদান করার প্রচেষ্টা করেন। (যির ৪৬:২৮) এমনকী কড়া শাসন প্রদান করার সময়ও তা প্রয়োজন অনুযায়ী এবং প্রেম সহকারে করতে হবে।—তীত ১:১৩.

যিনি শাসন গ্রহণ করেন। শাসন যেমনই হোক না কেন, আমাদের তা তুচ্ছ বা প্রত্যাখ্যান করা উচিত নয়, বরং সঙ্গেসঙ্গে সেই অনুযায়ী কাজ করার জন্য চেষ্টা করা উচিত। (হিতো ৩:১১, ১২) অসিদ্ধ মানুষ হিসেবে আমাদের সবারই শাসন প্রয়োজন। আমরা হয়তো বাইবেল অথবা মণ্ডলীর সভাগুলোর দ্বারা শাসন লাভ করি। কিংবা কারো কারো জন্য বিচার সংক্রান্ত কমিটির কাছ থেকে শাসন লাভ করার প্রয়োজন হয়। আমরা যদি শাসন গ্রহণ করি এবং সেই অনুযায়ী কাজ করি, তা হলে আমরা আরও উত্তম এক জীবন লাভ করব এবং চিরকাল বেঁচে থাকব।—হিতো ১০:১৭.

“প্রভু যাহাকে প্রেম করেন, তাহাকেই শাসন করেন” শিরোনামের ভিডিওটা দেখান আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • ক্যাননের জীবন কীভাবে শুরু হয়েছিল আর তা কীভাবে পরিবর্তিত হয়ে গিয়েছিল?

  • তিনি যিহোবার কাছ থেকে কোন প্রেমময় শাসন লাভ করেছিলেন?

  • যিহোবার কাছ থেকে লাভ করা শাসনকে ভালোবাসতে শিখুন

    তার অভিজ্ঞতা থেকে আমরা কোন কোন শিক্ষা লাভ করতে পারি?