ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“বিচার ঈশ্বরের”
[দ্বিতীয় বিবরণ বইয়ের ভূমিকা শিরোনামের ভিডিওটা দেখান।]
প্রাচীনদের অবশ্যই “ন্যায্য বিচার” করতে হবে (দ্বিতীয় ১:১৬; প্রহরীদুর্গ ৯৬ ৩/১৫ ২৩ অনু. ১)
প্রাচীনেরা “বিচারে কাহারও মুখাপেক্ষা [“পক্ষপাতিত্ব,” NW] করিবে না” (দ্বিতীয় ১:১৭; প্রহরীদুর্গ ০২ ৮/১ ১০ অনু. ৪)
কীভাবে আমরা সকলে দেখাতে পারি যে, আমাদের মণ্ডলীতে প্রাচীনেরা রয়েছে বলে আমরা কৃতজ্ঞ?—ইব্রীয় ১৩:১৭; যাকোব ৫:১৩-১৫.