সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

‘শেষকালের’ শেষ সময়ের জন্য প্রস্তুত থাকুন

‘শেষকালের’ শেষ সময়ের জন্য প্রস্তুত থাকুন

আমরা যেহেতু ‘শেষকালের’ শেষ সময়ে বাস করছি, তাই আমরা জানি, সমস্যা দিন দিন বাড়তে থাকবে। (২তীম ৩:১; মথি ২৪:৮) যিহোবার দাসেরা যখন কোনো দুর্যোগের মুখোমুখি হয়, তখন তারা প্রায়ই সময়োপযোগী ও জীবনরক্ষাকারী নির্দেশনা লাভ করে। তাই, সেইসময় আমরা রক্ষা পাব কি না, সেটা হয়তো এখন বাধ্যতার মনোভাব দেখিয়ে আমাদের প্রস্তুতি নেওয়ার উপর নির্ভর করে আর তা আধ্যাত্মিক ও আক্ষরিক উভয় ক্ষেত্রেই।—লূক ১৬:১০.

  • আধ্যাত্মিকভাবে প্রস্তুত হোন: বাইবেল পাঠ এবং ব্যক্তিগত অধ্যয়নের এক উত্তম তালিকা তৈরি করে তা মেনে চলুন। প্রচার করার বিভিন্ন উপায় সম্বন্ধে শিখুন। আপনি যদি মণ্ডলীর অন্যদের কাছ থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যান, তা হলে আতঙ্কিত হয়ে পড়বেন না। (যিশা ৩০:১৫) আপনি কখনোই যিহোবা ও যিশুর কাছ থেকে বিচ্ছিন্ন নন।—রাজ্যের পরিচর্যা ১০/০৭ ইনসার্ট।

  • আক্ষরিকভাবে প্রস্তুত হোন: দুর্যোগের জন্য আগে থেকে ব্যাগ প্রস্তুত করে রাখা ছাড়াও প্রতিটা পরিবার যেন পরিমিত মাত্রায় খাবার, জল, ওষুধ এবং এইরকম অন্যান্য জিনিস সংরক্ষণ করে রাখে, যাতে কোনো আশ্রয়স্থানে বেশি সময় ধরে থাকার প্রয়োজন হলে তারা প্রস্তুত থাকতে পারে।—হিতো ২২:৩; সজাগ হোন! ১৭.৫ ৪, ৬, ইংরেজি

আপনি কি যেকোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রস্তুত? শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • কীভাবে আমরা কোনো দুর্যোগের জন্য আধ্যাত্মিকভাবে প্রস্তুত থাকতে পারি?

  • কেন আমাদের এই বিষয়গুলো করা উচিত . . . প্রাচীনদের সঙ্গে উত্তম যোগাযোগ বজায় রাখা?

    • আপৎকালীন সময়ে ব্যবহৃত জিনিসপত্রের ব্যাগ প্রস্তুত রাখা?

    • কোন ধরনের দুর্যোগ ঘটতে পারে এবং প্রতিটা পরিস্থিতিতে করণীয় কী, তা নিয়ে বিবেচনা করা?

    • অন্যেরা যখন কোনো দুর্যোগের শিকার হয়, তখন কোন তিনটে উপায়ে আমরা তাদের সাহায্য করতে পারি?

  • নিজেকে জিজ্ঞেস করুন, ‘কোভিড-১৯ অতিমারী থেকে আমি প্রস্তুত হওয়ার বিষয়ে কোন কোন শিক্ষা লাভ করতে পারি?’