জুন ১৩-১৯
২ শমূয়েল ১১-১২
গান ৫২ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“অনুপযুক্ত আকাঙ্ক্ষা যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে”: (১০ মিনিট)
অমূল্য রত্ন: (১০ মিনিট)
২শমূ ১২:১৩—কোন কোন কারণে যিহোবা দায়ূদ ও বৎশেবাকে মৃত্যুদণ্ড দেননি? (প্রহরীদুর্গ ০৭ ৯/১৫ ২৩ অনু. ১১; প্রহরীদুর্গ ১২ ১১/১৫ ২২-২৩ অনু. ৯-১০)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, প্রচার কাজ সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কী শিখেছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) ২শমূ ১১:১-১৫ (শিক্ষা দেওয়া পাঠ ১০)
প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান
প্রথম সাক্ষাৎ: (৩ মিনিট) কথাবার্তার নমুনা ব্যবহার করুন। (শিক্ষা দেওয়া পাঠ ১১)
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট) কথাবার্তার নমুনা দিয়ে শুরু করুন। স্বাভাবিকভাবে কথাবার্তা বলুন এবং এমনভাবে কথা চালিয়ে যান, যাতে কয়েকটা সাক্ষাতের পর সজাগ হোন! নং ১ পত্রিকা দেওয়া যেতে পারে। (শিক্ষা দেওয়া পাঠ ১৩)
বাইবেল অধ্যয়ন: (৫ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ০৫ বিষয় ৫ (শিক্ষা দেওয়া পাঠ ১৫)
খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
গান ৩৪
“আপনার আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণে রাখুন”: (১৫ মিনিট) আলোচনা। ধূমপান যেন তোমার জীবনকে নষ্ট করে না দেয় শিরোনামের ভিডিওটা দেখান।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ০৮
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ২৭ এবং প্রার্থনা