ঈশ্বরের বাক্যের গুপ্তধন
অনুপযুক্ত আকাঙ্ক্ষা যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে
দায়ূদ তার হৃদয়ে অনুপযুক্ত আকাঙ্ক্ষা গড়ে উঠতে দিয়েছিলেন (২শমূ ১১:২-৪; প্রহরীদুর্গ ২১.০৬ ১৭ অনু. ১০)
দায়ূদ তার অপরাধ ঢাকার জন্য তার ক্ষমতার অপব্যবহার করেছিলেন (২শমূ ১১:৫, ১৪, ১৫; প্রহরীদুর্গ ১৯.০৯ ১৭ অনু. ১৫)
দায়ূদ তার পাপের জন্য ভয়ানক পরিণতি ভোগ করেছিলেন (২শমূ ১২:৯-১২; প্রহরীদুর্গ ১৮.০৬ ১৭ অনু. ৭)
অনুপযুক্ত বিষয় দেখা অথবা তা নিয়ে চিন্তা করা এড়ানোর জন্য নিজেদের শাসন করতে হবে। (গালা ৫:১৬, ২২, ২৩) অনুপযুক্ত আকাঙ্ক্ষা যেন আমাদের হৃদয়ের গভীরে ঢুকে না যায়, সেইজন্য যিহোবা আমাদের সাহায্য করতে পারেন।
নিজেকে জিজ্ঞেস করুন, ‘কোন কোন ক্ষেত্রে আমার চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাকে আরও বেশি চেষ্টা করতে হবে?’