খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
আপনার আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণে রাখুন
মানুষ হিসেবে আমরা কেউই যেহেতু নিখুঁত নই, তাই নিজেদের আকাঙ্ক্ষাগুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের ক্রমাগত লড়াই করতে হয়। আমরা যদি যা খুশি, তা-ই করি, তা হলে আমাদের উপর হয়তো যিহোবার আশীর্বাদ থাকবে না। যেমন, কেউ কেউ খাদ্য, বস্ত্র ও বাসস্থানের প্রতি এতটাই মনোযোগ দেয় যে, যিহোবার প্রতি তাদের ভালোবাসা আর প্রথম স্থানে থাকে না। আবার অন্যেরা নিজেদের যৌন আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে ঈশ্বরের মান লঙ্ঘন করতেও দ্বিধা করে না। (রোমীয় ১:২৬, ২৭) কেউ কেউ আবার সঙ্গীসাথিদের চাপে পড়ে তাদের মতো একই ভুল কাজ করে থাকে, যাতে বন্ধুরা তাদের পছন্দ করে অথবা তাদের গ্রহণ করে।—যাত্রা ২৩:২.
কীভাবে আমরা আমাদের আকাঙ্ক্ষাগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারি? আমাদের অবশ্যই সেই বিষয়গুলো করার জন্য যথাসাধ্য করতে হবে, যেগুলো যিহোবাকে খুশি করে। (মথি ৪:৪) এ ছাড়া, যিহোবার কাছে আমাদের প্রার্থনা করতে হবে, যাতে তিনি আমাদের আকাঙ্ক্ষাগুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্য সাহায্য করেন। কেন? কারণ তিনি জানেন, আমাদের জন্য কোনটা সবচেয়ে ভালো এবং কীভাবে আমরা আমাদের সঠিক আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করতে পারি।—গীত ১৪৫:১৬.
ধূমপান যেন তোমার জীবনকে নষ্ট করে না দেয় শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
-
কেন কেউ কেউ ধূমপান করে?
-
ধূমপান করলে কোন ক্ষতি হতে পারে?
-
ধূমপান করা কেন ভুল?—২করি ৭:১
-
কীভাবে আপনি ধূমপান করাকে না বলতে পারেন অথবা এমনকী ধূমপান করার অভ্যাস বন্ধ করতে পারেন?