সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

অম্নোনের স্বার্থপর মনোভাব দুঃখজনক পরিণতি নিয়ে এসেছিল

অম্নোনের স্বার্থপর মনোভাব দুঃখজনক পরিণতি নিয়ে এসেছিল

অম্নোন তামরের প্রেমে পড়ে গিয়েছিলেন (২শমূ ১৩:১, ২; অন্তর্দৃষ্টি-১ ৩২, ইংরেজি)

অম্নোন তামরকে ধর্ষণ করেছিলেন (২শমূ ১৩:১০-১৫; প্রহরীদুর্গ ১৭.০৯ ৫ অনু. ১১)

অবশালোম অম্নোনকে হত্যা করেছিলেন (২শমূ ১৩:২৮, ২৯; অন্তর্দৃষ্টি-১ ৩৩, ইংরেজি)

যে-দম্পতিরা বিয়ের উদ্দেশ্যে মেলামেশা করে, তারা কীভাবে দুঃখজনক পরিণতি এড়াতে পারে? তারা যদি আত্মসংযম দেখায়, তা হলে তারা বুদ্ধি ব্যবহার করে এমন জায়গায় যাবে না, যেখানে গেলে তারা ভুল করে ফেলতে পারে। আর তারা সেই পরিস্থিতিগুলোও এড়িয়ে চলবে, যা তাদের অন্যায় করতে পরিচালিত করতে পারে।