সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

চিরকাল জীবন উপভোগ করুন! বই ব্যবহার করে আমাদের বাইবেল ছাত্র-ছাত্রীদের যিহোবা ও যিশুর উপর বিশ্বাস গড়ে তুলতে সাহায্য করুন

চিরকাল জীবন উপভোগ করুন! বই ব্যবহার করে আমাদের বাইবেল ছাত্র-ছাত্রীদের যিহোবা ও যিশুর উপর বিশ্বাস গড়ে তুলতে সাহায্য করুন

বাইবেল ছাত্র-ছাত্রীরা যদি ঈশ্বরকে সন্তুষ্ট করতে চায়, তা হলে তাদের অবশ্যই দৃঢ় বিশ্বাস গড়ে তুলতে হবে। (ইব্রীয় ১১:৬) চিরকাল জীবন উপভোগ করুন! বই ব্যবহার করে আমরা তা করার জন্য তাদের সাহায্য করতে পারি। অধ্যয়ন করানোর জন্য এই বইটাতে গুরুত্বপূর্ণ শাস্ত্রপদ, স্পষ্ট যুক্তি, কার্যকরী প্রশ্ন, অনুভূতিতে নাড়া দেয় এমন ভিডিও এবং সুন্দর সুন্দর ছবি রয়েছে। আমরা যদি ছাত্র-ছাত্রীদের খ্রিস্টের মতো গুণাবলি এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করি, তা হলে আমরা তাদের এমন বস্তু দিয়ে তৈরি করব, যা আগুনে পুড়ে যাবে না।—১করি ৩:১২-১৫.

কেউ কেউ মনে করে, যেহেতু ঈশ্বরকে দেখা যায় না, তাই তাঁর বন্ধু হওয়া সম্ভব নয়। এইজন্য, তাদের সাহায্য করতে হবে যেন তারা যিহোবা সম্বন্ধে জানতে পারে এবং তাঁর উপর বিশ্বাস গড়ে তুলতে পারে।

“চিরকাল জীবন উপভোগ করুন!” বই ব্যবহার করে যিহোবার উপর বিশ্বাস গড়ে তুলুন শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • কীভাবে আমরা জানি যে, বোন অধ্যয়নের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছেন?

  • যিশাইয় ৪১:১০, ১৩ পদের বিষয়ে ছাত্রী কী মনে করেন, তা জানার জন্য বোন কীভাবে ভালোভাবে বাছাই করা অতিরিক্ত প্রশ্ন ব্যবহার করেছেন?

  • ভিডিও এবং বাইবেলের পদগুলো ছাত্রীর উপর কেমন প্রভাব ফেলে?

অনেক লোক জানে না, মুক্তির মূল্য কী অথবা তারা মনে করে না যে, ঈশ্বর এটা এক ব্যক্তিগত উপহার হিসেবে তাদের দিয়েছেন। (গালা ২:২০) তাই, আমাদের তাদের সাহায্য করতে হবে যেন তারা যিশুর মুক্তির মূল্যরূপ বলিদানের উপর তাদের বিশ্বাস গড়ে তুলতে পারে।

“চিরকাল জীবন উপভোগ করুন!” বই ব্যবহার করে যিশুর উপর বিশ্বাস গড়ে তুলুন শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • কীভাবে আমরা জানি যে, ভাই অধ্যয়নের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছেন?

  • ছাত্রকে সাহায্য করার জন্য কীভাবে ভাই “আরও জানুন” বিভাগের বিষয়বস্তু ছাত্রের প্রয়োজন অনুযায়ী খাপ খাইয়ে নিয়েছেন?

  • ছাত্র বা ছাত্রীর জন্য প্রার্থনা করা কেন খুবই গুরুত্বপূর্ণ?