মে ১৬-২২
২ শমূয়েল ১-৩
গান ৪২ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“‘ধনুক’ নামে শোকের গান থেকে আমরা কী শিখি?”: (১০ মিনিট)
অমূল্য রত্ন: (১০ মিনিট)
২শমূ ১:২৬—দায়ূদ কেন যোনাথনকে “আমার ভাই” বলতে পেরেছিলেন? (অন্তর্দৃষ্টি-১ ৩৬৯ অনু. ২, ইংরেজি)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, প্রচার কাজ সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কী শিখেছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) ২শমূ ৩:১-১৬ (শিক্ষা দেওয়া পাঠ ৫)
প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান
প্রথম সাক্ষাৎ: (৩ মিনিট) কথাবার্তার নমুনা ব্যবহার করুন। (শিক্ষা দেওয়া পাঠ ৩)
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট) কথাবার্তার নমুনা দিয়ে শুরু করুন। স্বাভাবিকভাবে কথাবার্তা বলুন এবং এমনভাবে কথা চালিয়ে যান, যাতে কয়েকটা সাক্ষাতের পর সজাগ হোন! নং ১ পত্রিকা দেওয়া যেতে পারে। (শিক্ষা দেওয়া পাঠ ২০)
বাইবেল অধ্যয়ন: (৫ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ০৪ বিষয় ৫ এবং কেউ কেউ বলে থাকে (শিক্ষা দেওয়া পাঠ ১৯)
খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
“প্রেম কোনো মন্দ বিষয়ে আনন্দ করে না”: (৭ মিনিট) আলোচনা। মনে রাখবেন, প্রেম যা করে এবং যা করে না—অধার্মিকতায় আনন্দ করে না শিরোনামের ভিডিওটা দেখান।
“প্রেম . . . সবসময় প্রত্যাশা রাখে”: (৮ মিনিট) আলোচনা। মনে রাখবেন, প্রেম যা করে এবং যা করে না—সবই প্রত্যাশা করে শিরোনামের ভিডিওটা দেখান।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ০৪
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ১ এবং প্রার্থনা